scorecardresearch
 

ইজরায়েলের আকাশকে রক্ষা করে বিশেষ এই প্রতিরক্ষা ব্যবস্থা, কী সেটা?

আয়রন ডোম হল একটি বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা যা ইজরায়েলের আকাশসীমায় প্রবেশকারী শত্রুপক্ষের মিসাইল বা ওই ধরনের অস্ত্র যেমন, আর্টিলারি, মর্টারকে ট্র্যাক করার পর ধ্বংস করে দেয়। আর শুধু তাই নয়, বিনা অনুমতিতে কোনও হেলিকপ্টার বা বিমানও যদি ইজরায়েলের আকাশসীমায় প্রবেশ করার চেষ্টা করে, তবে সেটিকেও আটকে দেয় এই লোহার গোম্বুজ। 

Advertisement
ইজরায়েলের আকাশসীমাকে রক্ষা করে আয়রন ডোম সিস্টেম ইজরায়েলের আকাশসীমাকে রক্ষা করে আয়রন ডোম সিস্টেম
হাইলাইটস
  • ইজরায়েলের আকাশে রকেট হামলা
  • প্রতিহত করতে বিশেষ ব্যবস্থা
  • মোতায়েন রয়েছে আয়রন ডোম সিস্টেম

সম্প্রতি সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েল (Israel) ও প্যালেস্তাইন। ইজরায়েলের আকাশে ছুটে এসেছে হামাসের রকেট। আর সেখানেই জানা গিয়েছে এক অদ্ভূত প্রতিরক্ষা ব্যবস্থা কথা।। তা হল আয়রন ডোম সিস্টেম (Iron Dome System) বা লোহার গম্বুজের ব্যবস্থা। এই ব্যবস্থাই হামাস (Hamas)-প্যালেস্তাইনের (Palestine ) রকেট হামলা থেকে রক্ষা করেছে ইজরায়েলের আকাশসীমাকে। ইতিমধ্যে সেই সমস্ত রকেটের ছবি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

প্রসঙ্গত দিন কয়েক আগে আল-আকসা মসজিদকে ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। এই আল-আকসা মসজিদ ইসলাম ধর্মাবলম্বীদের জন্য তৃতীয় পবিত্র স্থান হলেও এটি ইহুদিদের কাছেও খুব গুরুত্বপূর্ণ জায়গা। ইহুদিদের কাছে এই স্থান টেম্পল মাউন্ট নামে পরিচিত। 

আয়রন ডোম হল একটি বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা যা ইজরায়েলের আকাশসীমায় প্রবেশকারী শত্রুপক্ষের মিসাইল বা ওই ধরনের অস্ত্র যেমন, আর্টিলারি, মর্টারকে ট্র্যাক করার পর ধ্বংস করে দেয়। আর শুধু তাই নয়, বিনা অনুমতিতে কোনও হেলিকপ্টার বা বিমানও যদি ইজরায়েলের আকাশসীমায় প্রবেশ করার চেষ্টা করে, তবে সেটিকেও আটকে দেয় এই লোহার গোম্বুজ। 

২০০৬ সালে লেবাননের সঙ্গে যুদ্ধের সময় প্রথম এই আইরন ডোমের কথা ঘোষণা করে ইজরায়েল সরকার। তার ৬ বছর পর ২০১১ সালে এই বিষয়টিকে নিরাপত্তার কাজে মোতায়েন করা হয়। 

ইজরায়েলের সঙ্গে যৌথ ভাবে আয়রন ডোম নিয়ে কাজ করা সংস্থা রাফালে অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম জানাচ্ছে, 'এটি হল মাল্টি পারপাস কমব্যাট-প্রোভেন সিস্টেম, যা ক্রুজ মিসাইল, আর্টিলারি, পিজিএম, ইউএভি-র মতো আক্রমণকে চিহ্নিত ও মূল্যায়নের পর প্রতিহত করে।' রাফালের দাবি, দিনে বা রাতে এবং যে কোনও আবহাওয়ায় এটি ৯০ শতাংশ সফল। অন্যদিকে স্কাই হান্টার হল আয়রন ডোমের মার্কিন সংস্করণ যা রায়থিয়ন ও রাফালে যৌথভাবে গড়ে তুলেছে। 

 

Advertisement