scorecardresearch
 

Israel-Iran War: ইরানে এয়ারস্ট্রাইক ইজরায়েলের, তেহরান-সহ বিভিন্ন শহরে বোমা হামলা

ইরানের উপর হামলা চালাল ইজরায়েল। শনিবার ভোরে ইরানের রাজধানী শহর তেহরান এবং পার্শ্ববর্তী শহরে বোমা হামলা চালিয়েছে ইজরায়েল। এই খবর নিশ্চিত করে জানিয়েছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ। তাদের তরফে জানানো হয়েছে যে, গত কয়েক মাস ধরে ইরানের ক্রমাগত হামলার পাল্টা ফল স্বরূপ এই প্রত্যাঘাত করা হয়েছে।  

Advertisement
ইরানে হামলা চালাল ইজরায়েল। ইরানে হামলা চালাল ইজরায়েল।
হাইলাইটস
  • ইরানের উপর হামলা চালাল ইজরায়েল।
  • শনিবার ভোরে ইরানের রাজধানী শহর তেহরান এবং পার্শ্ববর্তী শহরে বোমা হামলা চালিয়েছে ইজরায়েল।
  • এই খবর নিশ্চিত করে জানিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী আইডিএফ।

ইরানের উপর হামলা চালাল ইজরায়েল। শনিবার ভোরে ইরানের রাজধানী শহর তেহরান এবং পার্শ্ববর্তী শহরে বোমা হামলা চালিয়েছে ইজরায়েল। এই খবর নিশ্চিত করে জানিয়েছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ। তাদের তরফে জানানো হয়েছে যে, গত কয়েক মাস ধরে ইরানের ক্রমাগত হামলার পাল্টা ফল স্বরূপ এই প্রত্যাঘাত করা হয়েছে। 

শনিবার ভোরে ইরানে বিস্ফোরণের তীব্র শব্দ শোনা গিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রত্যাঘাত শুরু করেছে ইজরায়েল। গত ১ অক্টোবর ইরানের হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইজরায়েল। ইরানের সরকারি টিভি সূত্রে দাবি করা হয়েছে, তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তেহরান সংলগ্ন কারাজ শহরেও বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। কী ধরনের বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়। তেহরানের কাছে বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়ছে বলে খবর।

ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইজরায়েল এবং সে দেশের জনগণকে রক্ষা করার জন্য যা করা দরকার, তারা সেটাই করবে। বিশ্বের অন্যান্য দেশের মতো ইজরায়েলেরও জবাব দেওয়ার অধিকার রয়েছে। 

আরও পড়ুন

প্রসঙ্গত, ইজরায়েল এবং হামাসের মধ্যে প্রায় ১ বছর ধরে যুদ্ধ চলছে। সেই যুদ্ধের মধ্যেই ইজরায়েলে হামলা চালায় হিজবুল্লা। যার নেপথ্যে রয়েছে ইরান। পাল্টা জবাব দিচ্ছে ইজরায়েলও। এই সংঘাত সম্প্রতি ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। ইজরায়েল-ইরান সংঘাতের পারদও চড়েছে। কড়া বার্তা দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, 'শত্রুরা ভেবেছিল, আমরা হয়তো মাকড়সার জাল। কিন্তু আমাদের লৌহ ক্ষমতা রয়েছে।' তাঁর সংযোজন, 'যতক্ষণ যুদ্ধের পথে থাকবে হিজবুল্লা, ততক্ষণ ইজরায়েলের কিছু করার নেই, প্রত্যাঘাত চালাবে। সব হুমকি নির্মূল করে দেশের নাগরিকদের সুরক্ষিত করার সব অধিকার রয়েছে ইজরায়েলের।'

কিছু দিন আগে, হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করা হয়েছে বলে এক বিবৃতিতে একথা জানান ইজরায়েলের বিদেশ মন্ত্রী কাটজ। গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলার নির্দেশ দিয়েছিলেন সিনওয়ার। সেই সিনওয়ারকেই খতম করা হয়েছে বলে দাবি করে ইজরায়েল। সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, শত্রুপক্ষের জন্য আঘাত। তাঁর আরও সংযোজন, 'হামাসের বিরুদ্ধে মিশন এখনও শেষ হয়নি।' ৭ অক্টোবরের হামলায় ইজরায়েলে ১২০০ জনের মৃত্যু হয়েছিল। এক বিবৃতিতে কাটজ বলেন, 'গণহত্যাকারী ইয়াহিয়া সিনওয়ারকে খতম করেছেন আইডিএফ জওয়ানরা। ৭ অক্টোবরে বর্বরোচিত হামলার নেপথ্যে তিনি ছিলেন।'

Advertisement

এর আগে, গাজায় হামাস সরকারের প্রধান রাহি মুশতাহা-সহ ৩ জনকে হত্যা করা হয়েছে বলে আগে দাবি করেছিল আইডিএফ। ইজরায়েল দাবি করেছিল, ৩ মাস আগেই তাঁদের হত্যা করা হয়েছে। ইজরায়েল দাবি করে যে, উত্তর গাজায় হামলা চালানো হয়। সেই হামলাতেই রাহি এবং আরও ২ জন হামাস কমান্ডারের মৃত্যু হয়েছে। গত বছর ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালানো হয়েছিল। সেই হামলায় ১২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। ওই হামলার মাস্টারমাইন্ড ছিলেন ইয়াহিয়া সিনওয়ার। ইয়াহিয়ার ঘনিষ্ঠ ছিলেন রাহি। কিছু দিন আগে, লেবাননের রাজধানী বেইরুটে নতুন করে হামলা চালায় ইজরায়েল। হিজবুল্লার মূল সদর দফতর টার্গেট করে হামলা চালানো হয়। বেইরুটে ইজরায়েল এয়ারস্ট্রাইক চালায়। বেশ কয়েক জন নিহত হন বলে খবর। ইজরায়েলের টার্গেটে হিজবুল্লার বড় নেতা হাসান নাসরুল্লাহ। নাসরুল্লাহকে খতম করতেই এই হামলা চালানো হয়। হামলায় নাসরুল্লাহের মৃত্যু হয়।
 

Advertisement