প্রতিবেশী দেশ পাকিস্তানে ভয়াবহ রেল দুর্ঘটনা (Pakistan Rail Accident)। সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে সিন্ধু প্রদেশের ডহারকি এলাকায়। মিল্লাত এক্সপ্রেস ও স্যার সৈয়দ এক্সপ্রেসের সংঘর্ষে এখনও পর্যন্ত কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ট্রেনদুটির মধ্যে এখনও অনেক মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
পাকিস্তানের এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মিল্লত এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে অপর লাইনে চলে যায়। যার জেরে সেই সময় অপর লাইন দিয়ে আসা স্যার সৈয়দ এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয় সেটির। দুর্ঘটনায় মিল্লত এক্সপ্রেসের ৮টি ও স্যার সৈয়দ এক্সপ্রেসের ইঞ্জিন সহ ৪টি বগি লাইনচ্যুত হয়। এখনও পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন আরও ৪০-৫০ জন। এদিন ভোর ৩টে ৪৫ নাগাদ ঘটে দুর্ঘটনাটি। জানা গিয়েছে, মিল্লত এক্সপ্রেস করাচি থেকে সরগোধা এবং স্যার সৈয়দ এক্সপ্রেস রাওলপিন্ডি থেকে করাচি যাচ্ছিল।
জানা যাচ্ছে, দুর্ঘটনার প্রায় ৪ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছান পদস্থ আধিকারিকরা। দুর্ঘটাগ্রস্ত বগিগুলির মধ্যে এখনও অনেকে আটকে রয়েছেন। এমনকী অনেকে এমনভাবে আটকে রয়েছেন, যাঁদের কার্যত ট্রেনের বগি কেটে বের করা ছাড়া উপায় নেই বলেই মনে করা হচ্ছে। আহতদের ট্রাক্টর ও ট্রলি করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। একইসঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। এদিকে এই দুর্ঘটনার জেরে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে।