scorecardresearch
 

বিলাসবহুল হোটেল কিনলেন মুকেশ আম্বানি, রুমের ভাড়া ১০ লক্ষরও বেশি

৯.৮১ কোটি ডলার বা ভারতীয় মুদ্রায় ৭২৮ কোটি টাকায় হতে চলেছে চুক্তি। Mandarin Oriental হোটেলটি মূলত বলরুম, পাঁচতারা স্পা এবং খানাপিনার জায়গার জন্য প্রসিদ্ধ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তার একটি সহযোগী সংস্থার মাধ্যমে এই অধিগ্রহণটি করবে বলে জানা গিয়েছে।

Advertisement
আমেরিকায় হোটেল অধিগ্রহণ রিলায়েন্সের আমেরিকায় হোটেল অধিগ্রহণ রিলায়েন্সের
হাইলাইটস
  • হোটেল ব্যবসায় মাটি শক্ত করছে রিলায়েন্স
  • আমেরিকায় কিনল নয়া হোটেল
  • মার্চের মধ্যে চুক্তি সম্পন্ন হওয়ার কথা

শিল্পপতি মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ শনিবার জানিয়েছে যে নিউইয়র্কে Mandarin Oriental নামে একটি হোটেল কেনার জন্য ৯.৮১৫ কোটি ডলারে সমঝোতা করা হয়েছে। ধীরে ধীরে হোটেল ব্যবসায় নিজের মাটি শক্ত করছেন মুকেশ আম্বানি। এই পরিস্থিতিতে তাঁর সংস্থা নিউইয়র্কে হোটেল  Mandarin Oriental অধিগ্রহণ করতে চলেছে। এই হোটেলটিতে রয়েছে সমস্ত সুযোগ সুবিধা। 

এক্ষেত্রে ৯.৮১ কোটি ডলার বা ভারতীয় মুদ্রায় ৭২৮ কোটি টাকায় হতে চলেছে চুক্তি। Mandarin Oriental হোটেলটি মূলত বলরুম, পাঁচতারা স্পা এবং খানাপিনার জায়গার জন্য প্রসিদ্ধ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তার একটি সহযোগী সংস্থার মাধ্যমে এই অধিগ্রহণটি করবে বলে জানা গিয়েছে।

হোটেলটিতে রয়েছে ২৪৮টি ঘর
২০০৩ সালে তৈরি হয় Mandarin Oriental হোটেলটি। এতে রয়েছে ২৪৮টি ঘর। এটি অত্যন্ত বিলাশবহুল হোটেল। এখানে ORIENTAL SUITE-এ একরাতের খরচ ১০ লক্ষ টাকারও বেশি। আর এখানকার সবচেয়ে সস্তার ঘরের দাম প্রায় ৫৫ হাজার টাকা। একবছরেরও কম সময়ে দ্বিতীয়বার কোনও নামজাদা হোটেল অধিগ্রহণ করল রিয়ায়েন্স। গতবছর ব্রিটেনে স্টোক পার্ক লিমিটেডকে অধিগ্রহণ করে রিলায়েন্স। 

মার্চ মাসের মধ্যে সম্পন্ন হতে পারে গোটা প্রক্রিয়া 
রিলায়েন্স গোষ্ঠীর কাছে প্রায় ২.৬ লক্ষ কোটি টাকার নগদ অর্থ রয়েছে। সেই অর্থই ব্যবহারের চেষ্টা হচ্ছে বলে জানা যাচ্ছে। তারা ডিজিটাল এবং ক্ষুদ্র কারবারকে রিলায়েন্সের একটি বড় স্তম্ভ করতে চাইছে। মনে করা হচ্ছে মার্চ ২০২২-এর মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়ে যাবে। এই অধিগ্রহণ রিলায়েন্স ইন্ডিয়া লিমিটেডের গ্রাহক ও হস্পিটালিটি ব্যবসা বৃদ্ধির একটি রণনীতি। এছাড়া মুম্বইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে একটি কনভেনশন সেন্টার, হোটেল এবং পরিচালিত বাসস্থানও তৈরি করছে। 

 

Advertisement
Advertisement