দামাস্কাসে ভারতীয় দূতাবাস প্রবাসী ভারতীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।সোমবার, ৯ ডিসেম্বর নয়া বিবৃতিতে এমনটাই জানাল বিদেশ মন্ত্রক। রবিবার বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ার রাজধানী দামাস্কাস দখল করে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের অবসান ঘোষণা করে। এরপরেই বিদেশ মন্ত্রক শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে।
বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, 'আমরা সিরিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সিরিয়ার ঐক্য, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য সমস্ত পক্ষের কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছি। আমরা সিরিয়ার নেতৃত্বাধীন একটি শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়াকে সমর্থন করছি, যা সিরিয়ার সমাজের সকল স্তরের আকাঙ্ক্ষা পূরণ করবে।'
মন্ত্রক আরও জানায়, দামাস্কাসে ভারতীয় দূতাবাস সেখানে থাকা ভারতীয়দের সঙ্গে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যোগাযোগ রাখছে।
রবিবার বিদ্রোহীরা ঘোষণা করে যে তারা আক্রমণের মাধ্যমে দামাস্কাসের নিয়ন্ত্রণ দখল করেছে। প্রেসিডেন্ট আসাদের ২৪ বছরের শাসনের অবসান ঘটিয়েছে। ৫৯ বছর বয়সী আসাদ মস্কোতে পালিয়ে যান। সেখানে তাঁকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে।
দামাস্কাসের রাস্তাগুলি উদযাপনে ভরে ওঠে, যেখানে বিদ্রোহী যোদ্ধা এবং স্থানীয় বাসিন্দারা উল্লাস করে। হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে বিদ্রোহীরা শহরটিকে 'মুক্ত' ঘোষণা করে জানায়, 'আমরা আমাদের শহরের স্বাধীনতা এবং অত্যাচারী আসাদের পতন ঘোষণা করছি।'
এইচটিএস গোষ্ঠী দুই সপ্তাহ আগে তাদের আক্রমণ শুরু করে। আলেপ্পো, হোমস, এবং হামার মতো প্রধান শহরগুলি দখল করার পরে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় দামাস্কাসে পৌঁছে রবিবার রাজধানী দখল করে। বিদ্রোহীদের এই আক্রমণ প্রায় ছয় দশকের আসাদ পরিবারের শাসনের অবসান ঘটায়।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে তাদের বাহিনী সিরিয়ায় ইসলামিক স্টেটের লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে।