scorecardresearch
 

Pakistan Blast: মৃত বেড়ে ৬৫, জোড়া আত্মঘাতী বিস্ফোরণের জন্য ভারতকে দায়ী করল পাকিস্তান

শুক্রবার দুটি আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় ভারতের গোয়েন্দা সংস্থাকে দায়ী করল পাকিস্তান। জোড়া বিস্ফোরণে পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫।

Advertisement
মৃত বেড়ে ৬৫, জোড়া আত্মঘাতী বিস্ফোরণের জন্য ভারতকে দায়ী করল পাকিস্তান মৃত বেড়ে ৬৫, জোড়া আত্মঘাতী বিস্ফোরণের জন্য ভারতকে দায়ী করল পাকিস্তান
হাইলাইটস
  • জোড়া বিস্ফোরণে পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫
  • আহতের সংখ্যা ৭০ ছাড়িয়েছে

শুক্রবার দুটি আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় ভারতের গোয়েন্দা সংস্থাকে দায়ী করল পাকিস্তান। জোড়া বিস্ফোরণে পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫। শুক্রবার বালুচিস্তানের মাস্তুং জেলার একটি মসজিদের কাছে প্রথম বিস্ফোরণটি ঘটে। পুলিশের গাড়ির কাছে বিস্ফোরণটি হয়। নবী দিবস উপলক্ষে সেই সময় ওখানে একটি মিছিল চলছিল। কয়েক ঘন্টা পরে খাইবার পাখতুনখোয়ার হাঙ্গু শহরের একটি মসজিদে আরেকটি বিস্ফোরণ ঘটে, যাতে কমপক্ষে ৫ জন নিহত হয়।

বালুচিস্তানের রাজধানী কোয়েটায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি দাবি করেছেন যে আত্মঘাতী হামলায় ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW) জড়িত। তিনি বলেন, 'মাস্তুং আত্মঘাতী বোমা হামলায় জড়িতদের বিরুদ্ধে অসামরিক, সামরিক এবং অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান যৌথভাবে হামলা চালাবে। আত্মঘাতী হামলার সঙ্গে RAW জড়িত।'

বালুচিস্তানে মাস্তুং জেলায় মদিনা মসজিদের কাছে একটি ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে মোট ৬০ জন নিহত হয়েছেন। ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। খাইবার পাখতুনখোয়ার হাঙ্গুতে বিস্ফোরণের প্রভাবে মসজিদের ছাদ ভেঙে পড়ে। তাতে ৫ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। অজ্ঞাতপরিচয় হামলাকারীর বিরুদ্ধে হত্যার অভিযোগ এবং সন্ত্রাসবাদের অপরাধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। কোনও গোষ্ঠী এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। তবে নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) পাকিস্তানে এর আগে কয়েকটা হামলার দায় স্বীকার করেছে। তারা এক্ষেত্রে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

আরও পড়ুন

Advertisement