scorecardresearch
 

Modi Visit To Ukraine: ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন মোদী, নিরাপত্তার কেমন ব্যবস্থা?

Modi Visit To Ukraine: আপনি কি জানেন ভারতের প্রধানমন্ত্রী যখনই দেশের বাইরে যান, তখনই তাঁর বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এমন পরিস্থিতিতে বিদেশে প্রধানমন্ত্রীর নিরাপত্তার প্রটোকল কী জানেন?

Advertisement
ইউক্রেন ওয়ার জোনে যাচ্ছেন PM মোদী, তাঁর নিরাপত্তার কী বন্দোবস্ত থাকছে? ইউক্রেন ওয়ার জোনে যাচ্ছেন PM মোদী, তাঁর নিরাপত্তার কী বন্দোবস্ত থাকছে?

Modi Visit To Ukraine: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোল্যান্ড ও ইউক্রেন সফরে রয়েছেন। তাঁরা পোল্যান্ড থেকে ট্রেনে করে ইউক্রেন যাবেন। এই প্রথম কোনও প্রধানমন্ত্রী ইউক্রেন সফর করছেন এবং যেহেতু এটি একটি যুদ্ধক্ষেত্র, তাই প্রধানমন্ত্রী মোদীর এই সফর নজরে। আপনি কি জানেন ভারতের প্রধানমন্ত্রী যখনই দেশের বাইরে যান, তখনই তাঁর বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এমন পরিস্থিতিতে বিদেশে প্রধানমন্ত্রীর নিরাপত্তার প্রটোকল কী জানেন?

প্রধানমন্ত্রী কে রক্ষা করে?
ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) কাছে। শুধুমাত্র এসপিজি দেশের প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেয় এবং বিদেশে প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেওয়ার দায়িত্বও এসপিজির। এমতাবস্থায় এসপিজি-র একটি দলও প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশে যায়।

দেশে, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকে এসপিজি। এসপিজির ব্লু বুকের প্রোটোকলের ভিত্তিতে প্রধানমন্ত্রীর সফরের পরিকল্পনা, প্রধানমন্ত্রীর থাকার ব্যবস্থা, কর্মসূচি ইত্যাদি তৈরি করা হয়। 

বিদেশে কীভাবে ব্যবস্থা করা হয়?
বিদেশে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বও এসপিজির। বলা হচ্ছে, প্রধানমন্ত্রী যখনই দেশের বাইরে যান, তখনই প্রধানমন্ত্রীর সফরের আগে এসপিজি অ্যাডভান্স সিকিউরিটি লিয়াজঁ দল ওই দেশে গিয়ে তদন্ত করে। সফরের আগে, তিনি যান এবং প্রধানমন্ত্রীর সফর অনুসারে ব্যবস্থাগুলি দেখেন, যেখানে প্রধানমন্ত্রীর প্রবেশ এবং প্রস্থানের মতো অনেক বিষয়ে পরিকল্পনা করা হয়।

এর পাশাপাশি গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এসপিজি তাদের পরিকল্পনা করে। এরপর প্রধানমন্ত্রী বিদেশে গেলে তার সঙ্গে থাকেন এবং পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা দেওয়া হয়। এ ছাড়া প্রধানমন্ত্রী যখনই বিদেশ সফরে থাকেন, সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গেও SPG এবং গোয়েন্দারা সমন্বয় করে থাকে। আসলে, সেই দেশ থেকেও অতিথিকে নিরাপত্তা দেওয়া হয়।

SPG অনুষ্ঠানস্থলের নিরাপত্তার বিশেষ যত্ন নেয়, অ্যাক্সেস কন্ট্রোল থেকে সুরক্ষিত রুট, যানবাহন এবং বিল্ডিং পর্যন্ত। অনেক রাষ্ট্রপ্রধান তাদের ব্যক্তিগত নিরাপদ গাড়িতে ভ্রমণ করতে পছন্দ করেন। 

Advertisement

ট্রাক পার্ক করা হয়
উদাহরণস্বরূপ, অনেক দেশে, ভিভিআইপিদের নিরাপত্তা দেওয়ার জন্য, তাঁরা যে হোটেলে অবস্থান করছেন তাঁর বাইরে অনেক ট্রাক পার্ক করা হয়। এর কারণ হলো, কোনো হামলাকারী গাড়ি থেকে সরাসরি আক্রমণ করতে চাইলে সে অতিথির কোনও ক্ষতি করতে পারবে না।

ইউক্রেনের সিস্টেম কী?
আমরা যদি ইউক্রেনের কথা বলি, সেখানেও ইউক্রেনের নিরাপত্তা বাহিনী থাকবে, যখন প্রধানমন্ত্রী মোদী ইউক্রেনে থাকবেন, এসপিজির সঙ্গে সেখানকার নিরাপত্তা বাহিনীও তাঁকে নিরাপত্তা দেবে। তবে, সাধারণত SPG জওয়ানরা প্রধানমন্ত্রীর খুব কাছাকাছি থাকেন।

 

Advertisement