scorecardresearch
 

Narendra Modi: 'ভারত যুদ্ধ দেয়নি, বুদ্ধ দিয়েছে', অস্ট্রিয়ায় অনাবাসী ভারতীয়দের বললেন মোদী

অস্ট্রিয়া সফর সেরে ভারতের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে ফেরার বিমান ধরার আগে প্রধানমন্ত্রী ভিয়েনায় ভারতীয় বংশোদ্ভূত লোকজনের উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানে তিনি বলেন, ভারত যুদ্ধ দেয়নি, বুদ্ধ দিয়েছে।

Advertisement
'ভারত যুদ্ধ দেয়নি, বুদ্ধ দিয়েছে', অস্ট্রিয়ায় অনাবাসী ভারতীয়দের বললেন মোদী 'ভারত যুদ্ধ দেয়নি, বুদ্ধ দিয়েছে', অস্ট্রিয়ায় অনাবাসী ভারতীয়দের বললেন মোদী
হাইলাইটস
  • অস্ট্রিয়া সফর সেরে ভারতের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • দেশে ফেরার বিমান ধরার আগে প্রধানমন্ত্রী ভিয়েনায় ভারতীয় বংশোদ্ভূত লোকজনের উদ্দেশ্যে ভাষণ দেন

অস্ট্রিয়া সফর সেরে ভারতের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে ফেরার বিমান ধরার আগে প্রধানমন্ত্রী ভিয়েনায় ভারতীয় বংশোদ্ভূত লোকজনের উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানে তিনি বলেন, ভারত যুদ্ধ দেয়নি, বুদ্ধ দিয়েছে। ভারতকে বিশ্ব ভ্রাতৃত্বের সদস্য হিসেবে দেখা হচ্ছে। ভারত সবসময় শান্তি ও সমৃদ্ধি দিয়েছে। ভারত বরাবরই শান্তির পক্ষে। ভারত তার ভূমিকা আরও জোরদার করবে।

মোদী বলেন, ভারতে দ্রুত পরিবর্তন ঘটছে। আজ আমরা এক হাজার বছরের ভিত্তি স্থাপন করছি। যে দেশ ১৯৪৭ সালে স্বাধীনতা পেয়েছিল এবং ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষ উদযাপন করবে। কিন্তু ভারত ২০৪৭ সালে উন্নত হবে।

প্রধানমন্ত্রী মোদী বলেন, '৪১ বছর পর একজন ভারতীয় প্রধানমন্ত্রী অস্ট্রিয়ায় এসেছেন। উভয় দেশই বহুভাষিক ও বহুসাংস্কৃতিক। গণতন্ত্র ভারত ও অস্ট্রিয়াকে সংযুক্ত করে। বৈচিত্র্য উদযাপন করা উভয় দেশেরই অভ্যাস। নির্বাচন এই মূল্যবোধ প্রতিফলিত একটি প্রধান মাধ্যম। কয়েক মাস পর অস্ট্রিয়ায় নির্বাচন হতে চলেছে, অথচ ভারতে আমরা সবেমাত্র গণতন্ত্রের উৎসব পালন করেছি। বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভারতে। এত বড় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং কয়েক ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হয়েছিল, এটি ভারতের নির্বাচনী ব্যবস্থা এবং আমাদের গণতন্ত্রের শক্তি।'

ভারত স্থিতিশীলতা চায়

প্রধানমন্ত্রী মোদী বলেন, '৬০ বছর পর টানা তৃতীয়বারের মতো একটা সরকার আবারও কাজ করার সুযোগ পেয়েছে। কোভিড-পরবর্তী সময়ে আমরা সারা বিশ্বে রাজনৈতিক অস্থিরতা দেখেছি। বেশিরভাগ দেশে সরকারের পক্ষে টিকে থাকা সহজ ছিল না। আবার নির্বাচন করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের জনগণ আমাকে, আমার দল এবং এনডিএ-কে বিশ্বাস করেছিল। এই ফলাফল প্রমাণ করে যে ভারত স্থিতিশীলতা চায়।'

অস্ট্রিয়াও ভারতের অভূতপূর্ব প্রবৃদ্ধি থেকে উপকৃত হয়েছে

Advertisement

ভিয়েনায় প্রধানমন্ত্রী বলেন, 'প্রতি দশম ইউনিকর্ন ভারতের। অস্ট্রিয়াও ভারতের অভূতপূর্ব প্রবৃদ্ধি থেকে উপকৃত হয়েছে। ভারত আজ ৫ম বৃহত্তম অর্থনীতি। আমি আত্মবিশ্বাসী যে আগামী সময়ে, অস্ট্রিয়ান কোম্পানি এবং বিনিয়োগকারীরা ভারতে আরও বেশি প্রসারিত হবে। অস্ট্রিয়ান সমাজে ভারতীয়দের অবদান প্রশংসনীয়। এখানে স্বাস্থ্যসেবা খাতে ভারতীয়রা বিশেষভাবে প্রশংসিত, আমরা আমাদের যত্নের জন্য পরিচিত। আমার অস্ট্রিয়া সফর খুবই অর্থবহ হয়েছে।'

Advertisement