দু'দিনের সফরে রাশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার মস্কো পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর সরকারি বাসভবনে দেখা করেন। বৈঠকের সময়, পুতিন প্রধানমন্ত্রী মোদীকে দুই হাত খুলে স্বাগত জানান এবং তাকে তার 'পরম মিত্র' বলে অভিহিত করেন। রুশ প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী মোদীর মধ্যে একটি ব্যক্তিগত বৈঠকও হয়েছিল, এই বৈঠকে প্রধানমন্ত্রী মোদীকে অনেক ধরণের খাবার পরিবেশন করা হয়েছিল।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম স্পুটনিকের মতে, ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় প্রধানমন্ত্রী মোদিকে পাঁচ ধরনের খাবার পরিবেশন করা হয়েছিল।
এই খাবারগুলি প্রধানমন্ত্রী মোদীকে পরিবেশন করা হয়েছিল
১. টাটকা ফল
২. বাদাম
৩. ড্রাই ফ্রুটস
৪. খেজুর
৫. ডেজার্ট (মিষ্টি)
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২২তম ভারত-রাশিয়া সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ পাঠিয়েছিলেন। এর অংশ হিসাবে আজ মঙ্গলবার দুই নেতা দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা।
A meeting of two close friends and trusted partners.
— Randhir Jaiswal (@MEAIndia) July 8, 2024
PM @narendramodi welcomed by President Vladimir Putin of Russia at his official residence at Novo-Ogaryovo for a private engagement.
An occasion for the two leaders to cherish & celebrate 🇮🇳-🇷🇺 friendship. pic.twitter.com/g3DuNyowHG
অভিনব ভাবে স্বাগত জানান হয় প্রধানমন্ত্রী মোদীকে
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, 'শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পরম মিত্র, আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনাকে দেখে আমি খুব খুশি। আগামিকাল আনুষ্ঠানিক আলোচনা (আমাদের মধ্যে) হতে যাচ্ছে।' এরপর প্রেসিডেন্ট পুতিন হাসিমুখে বলেন, 'আজ আমরা ঘরের মতো পরিবেশে অনানুষ্ঠানিকভাবে একই বিষয়ে আলোচনা করতে পারি।'
A memorable welcome in Moscow! I thank the Indian community for their affection. pic.twitter.com/acTHlLQ3Rs
— Narendra Modi (@narendramodi) July 8, 2024
আজকের বৈঠকে কী হবে?
প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হবে আজ। এর আগে ভারত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। ভারতের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে যে (রাশিয়া-ইউক্রেন যুদ্ধের) সমাধান যুদ্ধক্ষেত্রে পাওয়া যাবে না। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত ভারতীয় নাগরিকদের নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন প্রধানমন্ত্রী মোদীর মূল এজেন্ডায় অন্তর্ভুক্ত। এছাড়া দুই দেশের মধ্যে অর্থনৈতিক বিষয় নিয়েও আলোচনা হবে।