পশ্চিমা দেশগুলিকে পারমাণবিক যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন যে পশ্চিমের দেশগুলি ইউক্রেনে যুদ্ধের জন্য সেনা পাঠালে রাশিয়া পারমাণবিক যুদ্ধ শুরু করতে পারে। পুতিন সতর্ক করে দিয়েছেন যে মস্কোর কাছে পশ্চিমে লক্ষ্যবস্তুতে আঘাত করার অস্ত্র রয়েছে। পুতিন এর আগে ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষের বিপদের কথা বলেছেন, তবে বৃহস্পতিবার তাঁর পারমাণবিক হামলার সতর্কতা ছিল একেবারেই আলাদা।
পুতিনের দাবি, পশ্চিমারা রাশিয়াকে দুর্বল করতে আগ্রহী। তিনি এটাও পরামর্শ দিয়েছেন যে পশ্চিমা নেতারা রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে, যা কতটা বিপজ্জনক হতে পারে তা তাঁরা বোঝেন না। পুতিন বলেন, 'পশ্চিমা দেশগুলোকে অবশ্যই বুঝতে হবে যে আমাদেরও অস্ত্র আছে, যা তাদের ভূখণ্ডে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই সব সত্যিই পারমাণবিক অস্ত্রের ব্যবহার এবং সভ্যতা ধ্বংসের সঙ্গে সংঘর্ষের হুমকি দেয়।'
সামনেই রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। মনে করা হচ্ছে, আরও ছয় বছরের মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হবেন নিশ্চিত পুতিন। আর এটা পুতিন নিজেও জানেন। তাই নির্বাচনের আগেই তিনি রাশিয়ার ব্যাপক আধুনিকীকৃত পারমাণবিক অস্ত্রাগার সম্পর্কে আরও একবার পশ্চিমের দেশগুলিকে সতর্ক করে দিলেন বলেই মনে করা হচ্ছে। পুতিনের কথায়, 'কৌশলগত পারমাণবিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুতির অবস্থায় রয়েছে। নতুন-প্রজন্মের হাইপারসনিক পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়েছে।'
পুতিন পশ্চিমা রাজনীতিবিদদের নাৎসি জার্মানির অ্যাডলফ হিটলার এবং ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্টের থেকে করুণ পরিণতির বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, 'কিন্তু এখন এর পরিণতি অনেক বেশি করুণ হবে। তারা মনে করে এটি (যুদ্ধ) একটি কার্টুন। পশ্চিমা রাজনীতিবিদরা প্রকৃত যুদ্ধের অর্থ কী তা ভুলে গিয়েছেন। কারণ তারা গত তিন দশকে রাশিয়ানদের মতো একই সুরক্ষা চ্যালেঞ্জের মুখোমুখি হননি।'