scorecardresearch
 

Queen Elizabeth II: সাত দশক ধরে ব্রিটেনের রানি, দেশের প্রধানমন্ত্রী পদে দেখেছেন ১৫ জনকে

Queen Elizabeth II: দীর্ঘ সাত দশক ধরে ব্রিটেনের রানি ছিলেন তিনি। ২০১৫ সালে রানি ভিক্টোরিয়ার রেকর্ড ভেঙে আরও ৭ বছর দিয়ে ব্রিটেনের সিংহাসনে বসেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদী রানি হলেন দ্বিতীয় এলিজাবেথই (Queen Elizabeth II)।

Advertisement
ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদী রানী হলেন দ্বিতীয় এলিজাবেথই (Queen Elizabeth II)। ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদী রানী হলেন দ্বিতীয় এলিজাবেথই (Queen Elizabeth II)।
হাইলাইটস
  • দীর্ঘ সাত দশক ধরে ব্রিটেনের রানি ছিলেন তিনি।
  • ২০১৫ সালে রানি ভিক্টোরিয়ার রেকর্ড ভেঙে আরও ৭ বছর দিয়ে ব্রিটেনের সিংহাসনে বসেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
  • ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদী রানি হলেন দ্বিতীয় এলিজাবেথই (Queen Elizabeth II)।

পৃথিবী আর ব্রিটেনের রাজসিংহাসনকে বিদায় জানালেন ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে তাঁর চিকিৎসা চলছিল। সেখানেই মৃত্যু হয় তাঁর।

দীর্ঘ সাত দশক ধরে ব্রিটেনের রানী ছিলেন তিনি। ইংল্যান্ডের রানী হিসাবে তাঁর এই ৭০ বছরের কার্যকালে  ১৫ জনকে দেশের প্রধানমন্ত্রী পদে বসতে দেখেছেন তিনি। এই সময়ের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট পদের সঙ্গে ১৪ জনের নাম জুড়ে গিয়েছে। ২০১৫ সালে রানি ভিক্টোরিয়ার রেকর্ড ভেঙে আরও ৭ বছর দিয়ে ব্রিটেনের সিংহাসনে বসেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদী রানী হলেন দ্বিতীয় এলিজাবেথই (Queen Elizabeth II)।

রানী দ্বিতীয় এলিজাবেথ ১৯২৬ সালের ২১ এপ্রিল জন্মগ্রহণ করেন। ১১ ডিসেম্বর, ১৯৩৬-এ ব্রিটেনের রাজা হন এলিজাবেথের বাবা প্রিন্স অ্যালবার্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এলিজাবেথ আর তাঁর বোন মার্গারেটকে লন্ডনের বাইরে স্কটল্যান্ড আর উইন্ডসায়ারে পাঠিয়ে দেন রাজা প্রিন্স অ্যালবার্ট। ২০ নভেম্বর, ১৯৪৭ সালে লেফটেন্যান্ট ফিলিপ মাউন্টব্যাটেনের সঙ্গে বিয়ে হয় এলিজাবেথের। পরের বছরই, অর্থাৎ ১৯৪৮-এর ১৪ নভেম্বর জন্ম হয় প্রথম সন্তান প্রিন্স চার্লসের, যিনি এখন ব্রিটেনের রাজা। ১৯৫২ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরে বেরিয়ে রাজার মৃত্যুর খবরে দেশে ফিরে আসেন এলিজাবেথ।

Queen Elizabeth II

২ জুন, ১৯৫৩ সালে অভিষেক হয় রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II)। গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ার্ল্যান্ডের দায়িত্ব হাতে তুলে নেন তিনি। ১৯৫৩ সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দিয়ে ৬ মাসের কমনওয়েলথ সফর শুরু করেন এলিজাবেথ। তাঁর আগে ব্রিটেনের অন্য কোনও শাসক ওই দুই দেশে পা রাখেননি। ১৯৬১ সালে ভারতীয় উপমহাদেশ সফরে এসেছিলেন তিনি। ১৯৬১ সালের আগের ৫০ বছর ব্রিটেনের কোনও শাসকই এদেশে পা রাখেননি। এলিজাবেথের আগে কোনও ব্রিটিশ শাসক অবশ্য দক্ষিণ আমেরিকাতেও যাননি। এই সব সফরে এলিজাবেথের সঙ্গী তাঁর স্বামী ডিউক অব এডিনবরা, ফিলিপ।

Advertisement
Queen Elizabeth II

বহুবার নানা কারণে বিতর্কে জড়িয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) নাম। কখনও বিতর্ক রাজপরিবারের অন্দরে, কখনও বাইরে। ঠিক যেমন, ১৯৯৭ সালে যুবরানী ডায়নার মৃত্যুর পর রানির বিরুদ্ধে সমালোচনা, তাঁর নাম জড়িয়ে বিতর্ক মাত্রা ছাড়ায়। বেঁচে থাকতে কোনও দিনই কোনও সংবাদ মাধ্যমকে কখনও সাক্ষাৎকার দেননি। নীরব থেকেছেন সব বিতর্কেই। গত বছর, ৯ এপ্রিল, ২০২১-এ  প্রয়াত হন রানীর স্বামী ডিউক অব এডিনবরা। তার এ বছর রানির সিংহাসনে বসার ৭০ বছর পূর্তি উৎসব তেমন জমেনি। এবার সব আলো নিভিয়ে চলে গেলেন রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II)। শেষ হল এক দীর্ঘ বিপর্তনের অধ্যায়।

ছবিগুলি The Royal Family-র টুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত।


Advertisement