scorecardresearch
 

Syria: হঠাৎ রাডার থেকে অদৃশ্য প্রেসিডেন্ট আসাদের বিমান! বিদ্রোহীদের হাতে ধ্বংস?

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ কোথায়? বিদ্রোহীদের দখলে রাজধানী দামাস্কাস। সঙ্গে সঙ্গে দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট আসাদ। কিন্তু তিনি কোথায় যাচ্ছেন? বর্তমানে তাঁর অবস্থানই বা কোথায়? প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত জানেন না কেউ-ই।

Advertisement

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ কোথায়? বিদ্রোহীদের দখলে রাজধানী দামাস্কাস। সঙ্গে সঙ্গে দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট আসাদ। কিন্তু তিনি কোথায় যাচ্ছেন? বর্তমানে তাঁর অবস্থানই বা কোথায়? প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত জানেন না কেউ-ই। তবে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, তিনি যে বিমানে করে যাচ্ছিলেন, সেটি কোনওভাবে ভেঙে পড়েছে বা বিদ্রোহীরা গুলি করে নামিয়েছে। যদিও তার কোনও প্রমাণ এখনও মেলেনি।

ওপেন সোর্স ডেটা ট্র্যাকার Flightradar24.com-এর ডেটা অনুসারে, সিরিয়ান এয়ারের একটি ফ্লাইট দামাস্কাস বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল। ইলিউশিন আইল-৭৬ মডেলের বিমান। প্রথমে সিরিয়ার উপকূলীয় এলাকার অভিমুখে যাচ্ছিল বিমানটি। 

তবে ফ্লাইটের মাঝে হঠাৎ করেই বিমানটি তার দিক পরিবর্তন করে নেয়। এরপর উল্টো দিকে কয়েক মিনিট ওড়ার পরই রাডার থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। বিমানটির শেষ অবস্থান ছিল হোমস শহরের কাছে। এটি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা। 

আরও পড়ুন

ফ্লাইট ডেটা বলছে, রাডার থেকে অদৃশ্য হওয়ার আগে বিমানটির উচ্চতা হঠাৎ করে ৩,৬৫০ মিটার থেকে নেমে ১,০৭০ মিটারে নেমে আসে। এর থেকেই বিশেষজ্ঞদের ধারণা, এভাবে হঠাৎ করে বিমানের অল্টিটিউড পরিবর্তন মোটেও স্বাভাবিক নয়। হয় কোনও প্রযুক্তিগত বা যান্ত্রিক ত্রুটি হয়েছে। নয় তো বিমানটিকে নামানোর চেষ্টা করে থাকতে পারে বিদ্রোহী গোষ্ঠী। তাছাড়া এর পরেই রাডার থেকে মুছে যাওয়ার বিষয়টিও উল্লেখযোগ্য।  

ফ্লাইট রাডার জানাচ্ছে, প্রযুক্তিগত কারণে বিমানের উচ্চতার ডেটায় ভুল থাকতেও পারে। পুরনো ট্রান্সপন্ডার বা জিপিএস জ্যামের কারণে এমন তথ্যে অসঙ্গতি হতে পারে। তাই এখনই এই নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছানোটা ঠিক হবে না।  

বাশার আল-আসাদ কোথায় যাচ্ছেন?

কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে, সম্ভবত রাশিয়ার নিয়ন্ত্রিত লাতাকিয়া বিমানঘাঁটির দিকে তাঁর বিমানটি যাচ্ছিল। দীর্ঘদিন ধরেই এটি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে আছে। লাতাকিয়া সিরিয়ায় বিদ্রোহীদের প্রভাবহীন শহরগুলির মধ্যে অন্যতম।

Advertisement

Advertisement