scorecardresearch
 

US Election: ট্রাম্প না কমলা? আমেরিকার প্রেসিডেন্ট কে হচ্ছেন? জলহস্তীর 'ভবিষ্যদ্বাণী' VIRAL

ডোনাল্ড ট্রাম্প না কমলা হ্যারিস? আমেরিকার পরবর্তী প্রেসিডেন্টের কুর্সিতে কে বসবেন, তা নিয়ে জোর আলোচনা চলছে সর্বত্র। আজ নিজেদের প্রেসিডেন্ট নির্বাচনে মত দেবে আমেরিকা। ভোটের ঠিক আগেই ভোটের ফল নিয়ে আন্দাজ পাওয়া গেল। না, কোনও সমীক্ষা নয়। ভোটের ফলের পূর্বাভাস দিল এক ছোট্ট জলহস্তী। 

Advertisement
সেই ছোট্ট জলহস্তী। সেই ছোট্ট জলহস্তী।
হাইলাইটস
  • আমেরিকার পরবর্তী প্রেসিডেন্টের কুর্সিতে কে বসবেন, তা নিয়ে জোর আলোচনা চলছে সর্বত্র।
  • আজ নিজেদের প্রেসিডেন্ট নির্বাচনে মত দেবে আমেরিকা।
  • ভোটের ঠিক আগেই ভোটের ফল নিয়ে আন্দাজ পাওয়া গেল।

ডোনাল্ড ট্রাম্প না কমলা হ্যারিস? আমেরিকার পরবর্তী প্রেসিডেন্টের কুর্সিতে কে বসবেন, তা নিয়ে জোর আলোচনা চলছে সর্বত্র। আজ নিজেদের প্রেসিডেন্ট নির্বাচনে মত দেবে আমেরিকা। ভোটের ঠিক আগেই ভোটের ফল নিয়ে আন্দাজ পাওয়া গেল। না, কোনও সমীক্ষা নয়। ভোটের ফলের পূর্বাভাস দিল এক ছোট্ট জলহস্তী। 

তার নাম মু ডেং। থাইল্যান্ডের ভাইরাল হিপ্পো নামেই পরিচিত সে। লোকে বলে, তার পূর্বাভাস না কি সত্যি হয়। কমলা হ্যারিস না ডোনাল্ড ট্রাম্প, কার জিৎ হবে, এই নিয়ে ওই ছোট্ট জলহস্তীর সঙ্গে এক মজার খেলা খেললেন চিড়িয়াখানার কর্মীরা। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যদিও ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। 

থাইল্যান্ডের একটি চিড়িয়াখানায় রাখা রয়েছে ওই জলহস্তী। জলহস্তীর ডেরায় দু'টি ফ্রুট কেক রাখা রয়েছে। একটি কেকে ট্রাম্পের নাম লেখা রয়েছে। আর একটি কেকে কমলার নাম লেখা রয়েছে। 

ভিডিও-তে দেখা গিয়েছে, ট্রাম্প লেখা কেকটি খেল ওই জলহস্তী। আর তার সঙ্গে থাকা একটি বড় জলহস্তী খেল কমলার নাম লেখা কেক। ভাইরাল জলহস্তী যেহেতু ট্রাম্প লেখা কেক খেল, ফলে পূর্বাভাস যে, ট্রাম্পই জিততে চলেছেন। তবে শেষমেশ, আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে কে বাজিমাৎ করেন, তার জন্য অপেক্ষা করতে হবে। 
আমেরিকায় এবার ট্রাম্প বনাম হ্যারিসের টানটান লড়াই। দুই প্রার্থীই জিততে মরিয়া। ভোট ঘিরে আমেরিকায় সাজ সাজ রব। ট্রাম্প বলেছেন, 'যেন-তেন প্রকারে জিততে চায় ডেমোক্র্যাটরা। এবারও তারা ভোটে কারচুপি করছে।' আর কমলার বার্তা, 'আপনার বক্তব্য, আপনার ইচ্ছেকে স্বীকৃতি দিতে আমেরিকাকে নতুন প্রজন্মের নেতৃত্বের হাতে তুলে দিন।'

আরও পড়ুন

Advertisement

Advertisement