scorecardresearch
 
Advertisement

Peru​ gold mine fire: পেরুর সোনার খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

Peru​ gold mine fire: পেরুর সোনার খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

পেরুর সোনার খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে ঝলছে মৃত্যু হয়েছে কমপক্ষে 27 জনের। ঘটনাটি ঘটার সময় মাটি থেকে 100 মিটার গভীরে নেমে কাজ করছিলেন শ্রমিকরা। এরমধ্যে এই ধরণের মর্মান্তিক ঘটনা সাম্প্রতিক কালে ঘটেনি পেরুতে। পেরুর আরেকুইপা এলাকায় বিস্ফোরণটি ঘটেছে। যে খনিতে অগ্নিকাণ্ডটি ঘটেছে, সেটা পাহাড়ের কোলে অবস্থিত। আগুন লাগার সঙ্গে সঙ্গে ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। সেই সময় ঘটনাস্থলের কাছে কেউ না থাকায় উদ্ধারকাজ শুরু করতেও দেরি হয়। কমপক্ষে 27 জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। গুরুতর জখম প্রায় 175 জন কর্মী। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এবার প্রশ্ন হল খনির মধ্যে আগুন লাগল কী করে। আপাতত মনে করা হচ্ছে, খনির মধ্যে শর্ট সার্কিট হয়। তার থেকেই আগুন ছড়িয়ে পড়ে। ওই খনিতে কাঠের তৈরি একটি সুড়ঙ্গ ছিল। তার জন্য আগুন আরও বড় আকার ধারণ করে। তবে সেই সময় ওই খনিতে কতজন শ্রমিক কাজ করছিলেন, সেই সম্পর্কে কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে। প্রসঙ্গত পেরু প্রতি বছর 100 টনেরও বেশি সোনা উৎপাদন করে। দেশটির মোট GDP-র 8 শতাংশই আসে খনি থেকে। এর আগে পেরুতে 2020 সালে খনিতে ধসে আটকে পড়ে মৃত্যু হয়েছিল ৪ জনের।

Arequipa gold mine fire kills at least 27 in Peru.

Advertisement