scorecardresearch
 
Advertisement

Joe Biden: বাইডেন বিদায় নিলেন, শুনুন ওভাল অফিস থেকে তাঁর শেষ বক্তব্যে কী কী বললেন

Joe Biden: বাইডেন বিদায় নিলেন, শুনুন ওভাল অফিস থেকে তাঁর শেষ বক্তব্যে কী কী বললেন

নতুন কণ্ঠের জন্য একটা স্থান ও সময় আছে, হ্যাঁ তরুণ কণ্ঠের জন্য। দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া শেষ ভাষণে এমনটাই বললেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বিদায়ী প্রসিডেন্ট জো বাইডেন। ওভাল অফিসে বুধবার রাতে এক ভাষণে প্রেসিডেন্ট জো বাইডেন দেশবাসীর প্রতি এ আহ্বান জানান। তিনি বলেন, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা আমাদের গণতন্ত্র রক্ষায় বাধা হতে পারে না। আমি এই অফিসকে সম্মান করি কিন্তু আমি আমার দেশকে আরো বেশি ভালোবাসি। আমি সিদ্ধান্ত নিয়েছি সামনে এগিয়ে যাওয়ার সর্বোত্তম উপায় হলো নতুন প্রজন্মকে নেতৃত্বের মশাল দেয়া। আমাদের দেশবাসীকে একত্রিত করার এটাই সবচেয়ে ভালো উপায়। সবচেয়ে বড় বিষয় হলো আমেরিকার জনগণ এখানে শাসন করে, রাজা এবং শোষকরা শাসন করে না। ইতিহাস গড়ার ক্ষমতা আপনাদের হাতে। ক্ষমতাও আছে আপনাদের হাতে। আমেরিকার ধারণা আপনাদের হাতেই ন্যস্ত।

Biden says he's 'passing the torch' to defend democracy in speech from Oval Office

Advertisement