scorecardresearch
 
Advertisement

China launches 41 satellites: চিন থেকে মহাকাশে পাড়ি দিল একসঙ্গে 41 টি স্যালেটাইট, লং মার্চ 2 ডি রকেট উৎক্ষেপণে নতুন ইতিহাস গড়ল ড্রাগণের দেশ

China launches 41 satellites: চিন থেকে মহাকাশে পাড়ি দিল একসঙ্গে 41 টি স্যালেটাইট, লং মার্চ 2 ডি রকেট উৎক্ষেপণে নতুন ইতিহাস গড়ল ড্রাগণের দেশ

চিন থেকে মহাকাশে পাড়ি দিল একসঙ্গে 41 টি স্যালেটাইট। লং মার্চ 2 ডি রকেট উৎক্ষেপণে নতুন ইতিহাস গড়ল ড্রাগণের দেশ। কিন্তু একসঙ্গে এতগুলি উপগ্রহ পাঠিয়ে কী করতে চাইছে চিন, তা নিয়েই তৈরি হয়েছে জল্পনা। শানসি প্রদেশে তাইওয়ান স্যাটেলাইন উৎক্ষেপণ কেন্দ্র থেকে একযোগে 41 টি উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে। জানা গিয়েছে এই দশকের শেষেই নাকি চাঁদে মহাকাশচারী পাঠানোর ভাবনা চিন্তা করছে চিন। সেই পরিকল্পনারই কি মহড়া একসঙ্গে এতগুলি উপগ্রহ উৎক্ষেপণ? প্রশ্ন উঠতে শুরু করেছে। নাসা অবশ্য ইতিমধ্যেই চাঁদে মানব অভিযানের মহড়া শুরু করে দিয়েছে। 2025 সালের মধ্যেই নাকি ফের চাঁদের মাটিতে পা রাখবে মানুষ। মহাকাশচারীদের চাঁদে পাঠাবে নাসা। নাসাকে টক্কর দিতে চিনও ঠিক করেছে তারাও চাঁদে মহাকাশচারী পাঠাবে। পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণকারী মহাকাশ স্টেশনের জন্য তিন ব্যক্তির একটি দলের অভিযান শুরু করেছে চিন। এরপর 41 টি উপগ্রহ পাঠিয়ে স্বাভাবিক ভাবেই জল্পনা বাড়িয়েছে চিন। চিন জানিয়েছে, 41 টি উপগ্রহ একসঙ্গে মহাকাশে পাঠানোর নেপথ্যে কারণ ছিল বাণিজ্যিক রিমোট সেন্সিং পরিষেবা প্রদান ও এই সম্পর্কিত প্রযুক্তি যাচাই করা। উপগ্রহগুলি বেশিরভাবই 36-জিলিন-1 সিরিজের। এটি চিনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি উপগ্রহ ব্যবস্থা। যদিও একসঙ্গে 104 টি উপগ্রহ পাঠিয়ে নজির গড়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. 2017 সালের 15 ফেব্রুয়ারি এই নজির গড়েছিল ভারত।

China launches national-record 41 satellites on single rocket.

TAGS:
Advertisement