আর টাকা দেবে না চিন। পাকিস্তানের ওপর থেকে সাহায্যের হাত তুলে নিচ্ছে জিংপিন সরকার। তাহলে কি চিন-পাকিস্তানের সেই গাঢ় বন্ধুত্বে কি এ বার ফাটল ধরতে চলেছে? কিন্তু কেন? পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা চিনের। চিনের সহায়তাতেই মাথা তুলে দাঁড়াতে পেরেছে ইসলামাবাদ। এই পরিস্থিতিতে চিন হাত গুটিয়ে নিলে ফাঁপরে পড়তে হবে পাকিস্তানকে।
China refuses to expand cooperation with Pakistan in energy, water, climate