মহাকাশ তথা অন্যান্য গ্রহ নিয়ে অনবরত গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। তার মধ্যে মঙ্গল নিয়ে ইতিমধ্যে প্রচুর গবেষণা হয়েছে, এখনও চলছে। পাশাপাশি এবার প্রতিযোগিতায় শুক্রও। পৃথিবীর প্রতিবেশী এই গ্রহ নিয়েও বেশকিছু মিশনের পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা। তবে শুক্রগ্রহে যাওয়ার আগে সেখানকার জৈব এবং রায়াসনিক গঠনটি জেনে নেওয়া অবশ্যই দরকার।
Davinci mission