scorecardresearch
 
Advertisement

Liquid Biopsies for Cancer: লিক্যুইড বায়োপসি খুঁজে দেবে শরীরের কোথায় ক্যানসার রয়েছে!

Liquid Biopsies for Cancer: লিক্যুইড বায়োপসি খুঁজে দেবে শরীরের কোথায় ক্যানসার রয়েছে!

একটা সময় এমন ছিল ক্যানসার মানুষের কাছে ভয়ের কারণ ছিল। তখনও ক্যানসারকে জয় করাটা ওতোটাও সহজ ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টাচ্ছে। ক্যানসারকে আরও নিখুঁতভাবে চিহ্নিত করার জন্য এবার গবেষকরা কাজে লাগাচ্ছেন লিকুইড বায়োপসি পদ্ধতি। এক্ষেত্রে টিস্যু বায়োপসি, এক্স-রে অথবা এমআরআই স্ক্যানের চেয়েও আধুনিকভাবে ক্যানসারকে চিহ্নিত করা সম্ভব হবে। গবেষকরা বলছেন এতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম।

Liquid Biopsies for Cancer

Advertisement