scorecardresearch
 
Advertisement

Flight Attendant Calls In Bomb Threat: প্রাক্তন প্রেমিকের যাত্রাভঙ্গ করতে, বোমাতঙ্কের ভয় দেখিয়ে গ্রেপ্তার বিমান সেবিকা

Flight Attendant Calls In Bomb Threat: প্রাক্তন প্রেমিকের যাত্রাভঙ্গ করতে, বোমাতঙ্কের ভয় দেখিয়ে গ্রেপ্তার বিমান সেবিকা

21 মে, বুয়েনস আইরেস থেকে মিয়ামি যাওয়ার ফ্লাইট 1304 তে 270 জন যাত্রী উঠেছিলেন। আর সেই বিমানে ছিল যখন 25 বছরের ফ্লাইটে সফর করছিলেন তার প্রাক্তন প্রেমিকা, সঙ্গে তার নতুন বান্ধবীও ছিল। আর তা দেখে ফ্লাইট অ্যাটেনডেন্ট বড্ড চটে যান। আর তারপরই তিনি ফন্দি আঁটেন, কিভাবে তার যাত্রা ভঙ্গ করা যায়। সেই জন্য তিনি বিমানে বোম রয়েছেন বলে ঘোষণা করেন। আর সেই আতঙ্কে বিমানের মধ্যে বোমা কোথায় রয়েছে তা জানতে খোঁজাখুঁজি শুরু হয়। তবে অনেক খোঁজার পর যখন কিছু মেলেনা তখন সন্দেহ হয়। তারপরই তাকে জেরা করতে উঠে আসে সত্যিটা। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

Flight Attendant Calls In Bomb Threat To Avoid Flying With Her Ex-Boyfriend

Advertisement