scorecardresearch
 
Advertisement

Maldives Foreign Debt Crisis : বিশ্বাসঘাতক চিনের থেকে ঋণ নিও না, মালদ্বীপকে সাবধান করল IMF

Maldives Foreign Debt Crisis : বিশ্বাসঘাতক চিনের থেকে ঋণ নিও না, মালদ্বীপকে সাবধান করল IMF

ভারত আর মালদ্বীপের মধ্যে অশান্তির আবহ তৈরি হওয়ার পর থেকে ভারতীয় পর্যটকরা মালদ্বীপকে বয়কট করা শুরু করেছে। যার সরাসরি প্রভাব পড়ছে মালদ্বীপের অর্থনীতির উপর। যদিও বাংলাদেশি পর্যটকেরা মালদ্বীপে যাচ্ছেন। এবার দেনা নিয়ে জর্জরিত মালদ্বীপকে সতর্ক করল IMF। চিনের নাম না করেই মুইজুর মালদ্বীপকে সতর্ক করল IMF। মুইজু ক্ষমতায় আসার পর থেকেই বারবার যেটা সামনে আসছে, যে মুইজু চিন ঘেঁষা। সম্প্রতি তিনি চিন সফর থেকেও এসেছেন। IMF বলছে, ঋণের দায়ে পড়ে বিপাকে পড়তে পারে মালদ্বীপ। মালদ্বীপের বর্তমান পরিস্থিতি বিচার করে এই রিপোর্ট দিয়েছে IMF। সেখানে বলা হয়েছে, ঋণ নেওয়ার নিরিখে মালদ্বীপ এখন ঝুঁকির মধ্যে রয়েছে।

IMF warns of Maldives foreign debt crisis, after China borrowing

Advertisement