ইরাকের পর এবার ইরানের এয়ারস্ট্রাইক পাকিস্তানে। কিন্তু হঠাৎ করে মুসলিম ভাই পাকিস্তানে ইরান মিসাইল হামলা করল কেন? ইরানের দাবি গত মাসে, জইশ আল-আদল জঙ্গিরা ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়েছিল। যার ফলে 11 জন ইরানি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। জাইশ আল-আদল, বা আর্মি অফ জাস্টিস, একটি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী যা সীমান্তের উভয় দিকে কাজ করে। এর আগে একবার তারা ইরানে হামলার দায় স্বীকার করেছিল।
Iran Attacked Pakistan Know The Reason Why