scorecardresearch
 
Advertisement

Iran Attacked Pakistan: কেন ভারতের শত্রু মুসলিম ভাই পাকিস্তানে ইরান মিসাইল হামলা করল

Iran Attacked Pakistan: কেন ভারতের শত্রু মুসলিম ভাই পাকিস্তানে ইরান মিসাইল হামলা করল

ইরাকের পর এবার ইরানের এয়ারস্ট্রাইক পাকিস্তানে। কিন্তু হঠাৎ করে মুসলিম ভাই পাকিস্তানে ইরান মিসাইল হামলা করল কেন? ইরানের দাবি গত মাসে, জইশ আল-আদল জঙ্গিরা ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়েছিল। যার ফলে 11 জন ইরানি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। জাইশ আল-আদল, বা আর্মি অফ জাস্টিস, একটি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী যা সীমান্তের উভয় দিকে কাজ করে। এর আগে একবার তারা ইরানে হামলার দায় স্বীকার করেছিল।

Iran Attacked Pakistan Know The Reason Why

Advertisement