প্রত্যেক 10 জন পনবন্দিদের মুক্তি দিলে একদিন করে যুদ্ধবিরতি বাড়বে। নয়া নির্দেশের কথা শোনাল নেতানিয়াহু। ফিলিস্তিনি-ইজরায়েল যুদ্ধ থামিয়ে যাওয়ার পক্ষপাতী নন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পণবন্দিদের ফিরিয়ে আনার পর আবার যুদ্ধ শুরু করা হবে যতক্ষন পর্যন্ত ইজরায়েল তার কাঙ্খিত লক্ষ্যে না পৌছয়। মঙ্গলবার ইজরায়েল ক্যাবিনেটে যুদ্ধবিরতি প্রস্তাবের ভোটাভুটিতে এমনটাই জানিয়েছেন তিনি। যদিও পণবন্দিদের ফিরিয়ে আনাটা তাদের কাছে যে গুরুত্বপূর্ণ কাজ সে বিষয়েও জানিয়েছেন তিনি। ফিলিস্তিনি জঙ্গিদের সঙ্গে যুদ্ধ প্রসঙ্গে নেতানিয়াহুর দাবি, এখন যুদ্ধ চলছে এবং তা ততক্ষন চলবে যতক্ষন পর্যন্ত না হামাসকে সম্পূর্ণ শেষ করা হয়। যাতে ইজরায়েল রাষ্ট্রের ওপর আর কেউ আক্রমন শানাতে না পারে।
Israel-Palestine Conflict Live Update Ground Reporting