scorecardresearch
 
Advertisement

Kim Jong Un Testing Missile: কিম জং উন আমেরিকার কোটি কোটি ডলার হ্যাক করে মিসাইল বানাচ্ছেন?

Kim Jong Un Testing Missile: কিম জং উন আমেরিকার কোটি কোটি ডলার হ্যাক করে মিসাইল বানাচ্ছেন?

কিম-জং-উনের বিরুদ্ধে উঠল হ্যাকিংয়ের অভিযোগ। কোটি কোটি আমেরিকান ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কিমের বিরুদ্ধে। এর জন্য তিনি উত্তর কোরিয়ার তথ্যপ্রযুক্তি কর্মীদের কাজে লাগিয়েছেন বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, এই চুরির টাকায় কিম পরমাণু অস্ত্র বানাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। এই দাবি আমেরিকান গোয়েন্দা সংস্থা FBI-র। তদন্ত রিপোর্ট হাতে পেতেই নড়েচড়ে বসেছে ওয়াশিংটন ডিসি। চোখ কপালে উঠেছে বাইডেন প্রশাসনের।

Kim Jong Un Testing Missile

Advertisement