scorecardresearch
 
Advertisement

Pakistan Shopping Mall: কাঙাল পাকিস্তানে চকচকে শপিং মল উদ্বোধনেই 'চিচিং ফাঁক',সব মানুষ ভিখারি?

Pakistan Shopping Mall: কাঙাল পাকিস্তানে চকচকে শপিং মল উদ্বোধনেই 'চিচিং ফাঁক',সব মানুষ ভিখারি?

পাকিস্তান আছে পাকিস্তানেই। একেবারে ঝাঁ চকচকে একটি শপিং মলের উদ্বোধন হয়েছিল পাকিস্তানের করাচিতে। উদ্বোধন উপলক্ষে কিছু ছাড়ের কথাও ঘোষণা করা হয়েছিল মল কর্তৃপক্ষের তরফে। কিন্তু কাঙাল দেশ বলে কথা। তাই শপিং মলের 'ড্রিম বাজার' অর্থাৎ 'স্বপ্নের বাজার' নাম যেন কয়েক মুহূর্তেই বদলে গেল। উদ্বোধনের পর দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। প্রচুর সংখ্যক মানুষ হুড়মুড় করে মলে ঢুকে পড়েন। আর এরপর চলতে থাকে দেদার লুঠপাট। প্রায় চোখের নিমেষে গোটা শপিং মলটি যেন চিচিং ফাঁক হয়ে যায়। যে যেমন পারে লুঠ করে নেয় মলের সামগ্রী। লুঠপাটের পর সেই শপিং মলের হতদরিদ্র দশার বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিও গুলির সত্যতা যাচাই করেনি আজতক বাংলা। এই ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে শপিং মলের ভিতরে ছড়িয়ে রয়েছে ইতিউতি জামাকাপড়। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে শপিং মলের নিরাপত্তারক্ষীরা বিপুল জনতাকে মলে ঢুকতে বাধা দিতে কার্যত হিমশিম খাচ্ছেন।

Loot in Pakistan Newly Open Shopping Mall

TAGS:
Advertisement