যুদ্ধের আবহ। বারুদের গন্ধ। সাইরেনের আওয়াজ। মৃত্যুমিছিল এটাই এখন ইজরায়েল এবং ফিলিস্থিনের চেনা ছবি। ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। সেখানেই দেখা গেল মণিপুর ও মিজোরামের কুকি যোদ্ধাদের। কিন্তু কুকিদের সঙ্গে ইজরায়েলের কি সম্পর্ক? কেন সেখানে গেল কুকি সেনারা? কি সম্পর্ক তাদের? মনে করা হয়, ইহুদি সম্প্রদায়ের একটি হারিয়ে যাওয়া শাখা মায়ানমার হয়ে মণিপুরে এসে মিশেছে। সেই শাখারই অংশ কুকি-জো ও চিন উপজাতির মধ্যে মিশে গিয়েছে। মণিপুর তাদের বাসভূমি হলেও ‘মেনাশের সন্তানরা’নিজেদেরকে ইজরায়েলের ভূমিপুত্র বলে মনে করেন। ইজরায়েলকে স্বদেশ বলে মনে করে। তাই পিতৃভূমির বিপর্যয়ে তারা এবার এগিয়ে এসেছে। তাই যুদ্ধে চলেছেন তাঁরা।
Manipur man is in Israel force battling against Hamas