scorecardresearch
 
Advertisement

Moon: চাঁদ না থাকলে দিন-রাত মাত্র ৪ ঘণ্টার, আরও কী কী মহাজাগতিক পরিবর্তন?

Moon: চাঁদ না থাকলে দিন-রাত মাত্র ৪ ঘণ্টার, আরও কী কী মহাজাগতিক পরিবর্তন?

চাঁদ যদি পৃথিবী থেকে দূরে সরে যায় বা যদি সৌরজগতের বাইরে চলে যায় তাহলে কী হবে? প্রথমেই যেটি হবে সেটা হল, চাঁদ সংক্রান্ত সব উৎসব শেষ হবে। পূর্ণিমা হবে না। চন্দ্রগ্রহণও দেখা যাবে না। কিন্তু চাঁদ না থাকলে পৃথিবীর উপর কী প্রভাব পড়বে? আসুন জানি। বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, চাঁদ প্রতি বছর পৃথিবী থেকে ১.৫ ইঞ্চি দূরে সরে যাচ্ছে। এমন একটা সময় আসবে যখন পৃথিবী থেকে অনেকটাই দূরে চলে যাবে চাঁদ। আরও কী কী হবে? জানুন।

If moon creates distance from earth?

Advertisement