প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ব্রাজিলের রিও ডি জেনিরোতে বেদান্ত ও সংস্কৃতের প্রচারে নিবেদিত একটি ব্রাজিলীয় সংস্থা বিশ্ব বিদ্যা গুরুকুলমের ছাত্রদের অভিনীত রামায়ণ নাটকটি দেখেন। গুরুকুলমের প্রতিষ্ঠাতা জোনাস মাসেটি সংস্কৃত মন্ত্র পাঠ করে মোদীকে স্বাগত জানান। মোদী রামায়ণ নাটকের পর্বটি দেখেছিলেন যেখানে রাক্ষস রাজা রাবণ সীতাকে অপহরণ করে এবং ভগবান রাম তাকে পরাজিত করে সীতাকে উদ্ধার করে।