scorecardresearch
 
Advertisement

NASA's Parker Solar Probe Mission: বিজ্ঞানের জয়! সূর্যের ভেতরে কেমন দেখতে, ছবি পাঠাল স্পেস ক্র্যাফ্ট

NASA's Parker Solar Probe Mission: বিজ্ঞানের জয়! সূর্যের ভেতরে কেমন দেখতে, ছবি পাঠাল স্পেস ক্র্যাফ্ট

সূর্যের থেকে আমাদের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। তাও আমরা সূর্য থেকে যে আলো পায় তাতেই গরমে রীতিমতো নাজেহাল হয়ে যাই। ভাবতে পারছেন সূর্যের তাপের তীব্রতা ঠিক কতটা? এই প্রথমবার মানুষের বানানো একটি স্পেস ক্র্যাফ্ট সূর্যের পাশ থেকে বেরিয়ে যাওয়ার সময়, সূর্যের কোরোনার মাস ইজেকশন বা CME-র ছবি তুলে পাঠাল। ভাবুন একবার এই স্পেস ক্র্যাফ্টের ক্ষমতাটা কতটা। সূর্যের এতো কাছে গিয়েও যানটি একেবারে অক্ষত ছিল। যে স্পেস ক্র্যাফ্টের কথা বলছি, তার নাম পার্কার সোলার প্রোব অবজারভেটরি।

NASA's Parker Solar Probe Mission Launches to Touch the Sun

Advertisement