scorecardresearch
 
Advertisement

PM Narendra Modi At Singapore: সিঙ্গাপুরে পৌঁছতেই মোদীকে ঘিরে যেন উত্‍সব, VIDEO

PM Narendra Modi At Singapore: সিঙ্গাপুরে পৌঁছতেই মোদীকে ঘিরে যেন উত্‍সব, VIDEO

দুদিনের ব্রুনেই সফরের শেষে এবার সিঙ্গাপুরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং এবং ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট থার্মান শন্মুগরত্নমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। বুধবারই সুলতান হাজি হাসানাল বলকিহার সঙ্গে সাক্ষাৎ করেন মোদী। সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, ‘সুলতান হাজি হাসানাল বলকিহার সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। আমাদের দেশগুলির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।’

Advertisement