প্রথমবার ইউক্রেন সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তারপরেই ইউক্রেনে বড়সড় মিসাইল হামলা রাশিয়ার। সোমবারের এই হামলায় তিনজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনায় বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'রুশ-ইউক্রেনের মধ্যে শান্তি ফেরাতে ভারত সবচেয়ে বেশি আগ্রহী। এই যুদ্ধে ভারত কখনওই নিরপেক্ষ ছিল না। ভারত সর্বদাই শান্তির পক্ষে।' প্রথমবার ইউক্রেন সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ইউক্রেন সফর ল্যান্ডমার্ক হয়ে থাকবে। ১৯৯১ সালের পর প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী কিয়েভে পা রাখলেন।'
Russia-Ukraine War World Update