scorecardresearch
 
Advertisement

Sarmat Missile: রুশের সারমাট ক্ষেপণাস্ত্রকে 'শয়তান' বলা হয়, জানেন কেন?

Sarmat Missile: রুশের সারমাট ক্ষেপণাস্ত্রকে 'শয়তান' বলা হয়, জানেন কেন?

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়া বারবার পারমাণবিক হামলার হুমকি দিচ্ছে। রাশিয়া আবারও পারমাণবিক ক্ষেপণাস্ত্র সরমাট পরীক্ষা করেছে। রুশ ভাষায় সারমত মানে শয়তান। এই ক্ষেপণাস্ত্র ১৮ হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত আক্রমণ করতে পারে। সরমাট একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর ওজন ২০৮ টন, দৈর্ঘ্য ১১৪ ফুট। সবথেকে বড় কথা এই মিসাইলে ১৫টি পারমাণবিক বোমা বসানো যাবে।

sarmat missile news, why is the russian sarmat missile known as satan

Advertisement