scorecardresearch
 
Advertisement

Shani Chandra Grahan: চাঁদকে আড়াল করল শনি, এই বিরল মহাজাগতিক ঘটনা দেখুন, VIDEO

Shani Chandra Grahan: চাঁদকে আড়াল করল শনি, এই বিরল মহাজাগতিক ঘটনা দেখুন, VIDEO

শনি চন্দ্রগ্রহণ ঘটল মহাকাশে। ১৮ বছর পর এই ঘটনা ঘটল। ২৪ জুলাই রাতে চাঁদ ৮০ শতাংশ উজ্জ্বল হবে। সেই সময় শনি থাকবে কুম্ভ রাশিতে। বলা হচ্ছে যে এই লুকোচুরি নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শুরু হবে এবং সম্ভবত ১৫ মিনিট আগে শেষ হবে। শনি চন্দ্রগ্রহণ ২৪ জুলাই মধ্যরাতের পরে শুরু হবে অর্থাৎ ২৫ জুলাই রাত দেড়টার পরে এবং রাত ২টো ২৫ মিনিটে শেষ হয়। কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে এই শনি চন্দ্রগ্রহণ দেখা গেছে।

Advertisement