scorecardresearch
 
Advertisement

Moon Mission Update : ফের চাঁদের মিশন পিছিয়ে দিল জাপান খুব এসেছিল ভারতের চন্দ্রযান-3কে টক্কর দিতে

Moon Mission Update : ফের চাঁদের মিশন পিছিয়ে দিল জাপান খুব এসেছিল ভারতের চন্দ্রযান-3কে টক্কর দিতে

চাঁদে মিশন পাঠাতে গিয়ে ভারতকে টেক্কা দিতে পারল না জাপান। চন্দ্রাভিযানের পরিকল্পনা আপাতত পিছিয়ে দিয়েছে জাপান। জাপানের চন্দ্রাভিযানের ইংরেজি অর্থ 'মুন স্নাইপার'। জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা প্রথমে জানিয়েছিল শনিবার, 26 অগস্ট চাঁদের পথে পাড়ি দেবে মুন স্নাইপার। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা পিছিয়ে দেওয়া হয়। ঠিক হয় মঙ্গলবার অর্থাৎ 29 অগস্ট চাঁদে পাড়ি দেবে জাপানের চন্দ্রাভিযান। কিন্তু মঙ্গলবারও চাঁদে যাওয়া হল না জাপানের। এ বারও জাক্সা জানাল পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চস্তরে ঝোড়ো হাওয়ার কারণে ভয় পাচ্ছে তারা। এই হাওয়ায় তাদের মহাকাশযানের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন জাক্সার মহাকাশবিদেরা। জাক্সা সূত্রে জানানো হয়েছে, আগামী 15 সেপ্টেম্বরের আগে চাঁদে পাড়ি দেওয়ার কোনও সম্ভাবনা নেই মুন স্নাইপারের।

Strong winds delay Japan Moon mission — all you need to know about SLIM, the smart lander

Advertisement