scorecardresearch
 
Advertisement

Sea Level Rise: জলস্তর ভয়ঙ্কর গতিতে বাড়ছে, 2050-এ সব শেষ?

Sea Level Rise: জলস্তর ভয়ঙ্কর গতিতে বাড়ছে, 2050-এ সব শেষ?

বিশ্বউষ্ণায়ণই প্রথম বিপদের ঘণ্টাটা বাজিয়েছিল। বিশ্বের তাবড় তাবড় পরিবেশ বিজ্ঞানীরা জানিয়েছিলেন যেভাবে জলস্তর বাড়ছে, তাতে কিন্তু সমুদ্রের তলায় তলিয়ে যেতে পারে অপেক্ষাকৃত নিচু লেভেলে থাকা বিশ্বের একাধিক বড়বড় শহর। যেভাবে হিমবাহ গলতে শুরু করেছে তাতেই সমুদ্রের জলস্তর বাড়ছে। তাতে বেশ কয়েকটি উপকূলীয় শহর নাকি পুরোপুরি তলিয়ে যাবে সমুদ্রের গভীরে। এই শহরগুলির তালিকায় কিন্তু ভারতেরও বেশ কয়েকটি উপকূলীয় শহর রয়েছে। নতুন স্টাডিতে উঠে এসেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ১২টি উপকূলীয় শহরে বসবাসকারী ৫০ জনের মধ্যে একজন ২০৫০ সালের মধ্যে ভয়ঙ্কর বন্যার মুখে পড়তে পারে।

Study Claims These Cities Will Sink By 2050 Due To Sea Level Rise

Advertisement