ইউক্রেনে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া! ঘটনায় হতাহতের সংখ্যা একাধিক। বৃহস্পতিবার রাতে ইউক্রেনের একাধিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা করে ভ্লাদিমির পুতিনের সেনা। জানা গেছে এখন পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে অনুমান। ইলেকট্রিকের খুঁটি ভেঙে পড়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে বহু এলাকা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হানার জেরে সে দেশের 10টি অঞ্চলে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। মস্কোকে নিশানা করে এক বিবৃতিতে তিনি বলেছেন, দখলকারীরা শুধুমাত্র বাসিন্দাদের ভয়ে সন্ত্রস্ত করতে পারে। এটাই ওরা করতে পারে। কিন্তু এতে ওদের কোনও লাভ হবে না। ক্ষেপণাস্ত্রের হানায় লুভিউভ অঞ্চলে গ্রামের একটি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় আরও এক বাসিন্দার মৃত্যু হয়েছে মধ্য নিপ্রো অঞ্চলে।
Ukraine war: Russia fires hypersonic missiles in new barrage