তাল সাধকের শেষকৃত্যে তাল ও লয়েই শেষশ্রদ্ধা। বৃহস্পতিবার সমাধিস্থ করা হল উস্তাদ জাকির হুসেনের দেহ। তালবাদ্যে যিনি ভারতকে বিশ্বের দরবারে সর্বোচ্চ স্থানে নিয়ে গিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতেই হল শেষকৃত্য। জাকির হুসেনের শেষকৃত্যে ছিলেন বিখ্যাত ড্রামার শিবমণি। জাকির হুসেনকে নিজস্ব স্টাইলেই শেষশ্রদ্ধা জানালেন শিবমণি। ড্রাম বাজিয়ে। স্মরণ করলেন ১৯৮২ সাল থেকে উস্তাদজির সঙ্গে তাঁর সম্পর্কের মুহূর্তগুলিও। দেখুন।