Advertisement

তৃণমূলের পর এবার কংগ্রেস ভাঙাল ওয়েইসির AIMIM, কী বলছে হাত শিবির?

২০২৬-এর বিধানসভা ভোটের আগে রাজ্যের বিভিন্ন জেলায় ক্রমশই শক্তি বাড়াচ্ছে আসাদউদ্দিন ওয়েইসির AIMIM। তৃণমূল থেকে কিছুদিন আগে মিমে যোগদান পর্ব সম্পন্ন হয়েছিল।

তৃণমূলের পর এবার কংগ্রেস ভাঙাল ওয়েইসির AIMIMতৃণমূলের পর এবার কংগ্রেস ভাঙাল ওয়েইসির AIMIM
স্বপন কুমার মুখার্জি
  • ইংরেজ বাজার,
  • 30 Dec 2025,
  • अपडेटेड 9:18 PM IST
  • ২০২৬-এর বিধানসভা ভোটের আগে রাজ্যের বিভিন্ন জেলায় ক্রমশই শক্তি বাড়াচ্ছে আসাদউদ্দিন ওয়েইসির AIMIM।
  • কংগ্রেস থেকেও মিমে যোগদানের ছবি সামনে এল।
  • ওয়েইসির দলে যোগদান করেছেন মালদা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্তোষ কেশরী।

২০২৬-এর বিধানসভা ভোটের আগে রাজ্যের বিভিন্ন জেলায় ক্রমশই শক্তি বাড়াচ্ছে আসাদউদ্দিন ওয়েইসির AIMIM। তৃণমূল থেকে কিছুদিন আগে মিমে যোগদান পর্ব সম্পন্ন হয়েছিল। এবার কংগ্রেস থেকেও মিমে যোগদানের ছবি সামনে এল। ওয়েইসির দলে যোগদান করেছেন মালদা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্তোষ কেশরী। 

মালদা প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন মিমের মালদা জেলা সভাপতি রেজাউল করিম। তিনি বলেন, "কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের অনেক নেতাই তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন। আগামীদিনে আরও অনেকেই যোগদান করবেন।" মিমে যোগদানকারী সন্তোষ কেশরীর দাবি, কংগ্রেসের থেকে কাজ করতে পারছিলেন না।  সেই কারণেই মিমকে বেছে নিয়েছেন। 

যদিও মিমকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। জেলা কংগ্রেসের আর এক সাধারণ সম্পাদক ভূপেন্দ্রনাথ হালদার বলেন, "কংগ্রেস অনেক বড় দল। কে থাকল কি না থাকল কোনও যায় আসে না। কংগ্রেস থেকে যারা যাচ্ছে তাঁরা কোনও কাজ করে না অকাজের লোকগুলোই যাচ্ছে।"

অন্যদিকে,জেলা তৃণমূলের সহ-সভাপতি শুভময় বসুর বক্তব্য, মিম বিজেপির বি  টিম। বিজেপি হিন্দুত্বের ঠিকা নেবে। মিম মুসলিমের ঠিকা নেবে। এই রাজনীতি মালদাতে চলবে না।

মিলটন পাল

Read more!
Advertisement
Advertisement