Advertisement

বাংলাদেশ

Hilsa Fish : গঙ্গা-পাড়ে পদ্মার ইলিশ, মঙ্গল-বুধেই বাজারে বাংলাদেশের রুপোলি ফসল

  • 1/7

পুজোর আগেই ভোজনরসিক বাঙালির জন্য সুখবর। পদ্মার (Padma River) ইলিশ আমদানি করার অনুমতি দিল বাংলাদেশ। এতদিন পদ্মার ইলিশ (Hilsa Fish) আমদানির ওপরে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু দুর্গাপুজোকে সামনে রেখে এই সিদ্ধান্ত শেখ হাসিনা সরকারের। 

  • 2/7

অক্টোবর মাসের ১০ তারিখ পর্যন্ত ২০৮০ মেট্রিক টন ইলিশ আমদানি করার অনুমতি দিয়েছে বাংলাদেশ (Bangladesh) সরকার। সোমবার এক চিঠিতে এই অনুমতি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ রফতানির বিষয়ে প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করে শর্তসাপেক্ষে ৫২টি প্রতিষ্ঠানকে নির্ধারিত পরিমাণ ইলিশ মাছ ভারতে রফতানির অনুমতি দেওয়া হল।

  • 3/7

প্রতিটি প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছে। সেই হিসাবে মতো ২ হাজার ৮০ মেট্রিক টন মাছ রফতানির অনুমতি মিলেছে। আরও বলা হয়েছে, রফতানি নীতি ২০১৮-২০২১-এর নিয়ম অনুসরণ করতে হবে, শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রফতানি করা পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে, প্রতিটি কনসাইনমেন্ট শেষে সংশ্লিষ্ট কাগজপত্র রফানি-২ অধিশাখায় দাখিল করতে হবে এবং অনুমোদিত পরিমানের চেয়ে বেশি ইলিশ পাঠানো যাবে না। 

  • 4/7

এই অনুমতির মেয়াদ আগামী ১০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে বলে জানা যাচ্ছে। তবে সরকার কোনও ধরণের বিধিনিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই অনুমতির মেয়াদ শেষ হয়ে যাবে। তাছাড়া এই অনুমতি কোনওভাবেই হস্তান্তরযোগ্য নয়। 

  • 5/7

মঙ্গল বা বুধবার থেকেই বিভিন্ন পাইকারি বাজারে মাছ ঢুকতে শুরু করবে বলে খবর। এই প্রসঙ্গে বাংলাদেশি মাছ ব্যবসায়ী কাজী আবদুল মান্নান জানান ৬০০ গ্রাম থেকে ১ কেজি অথবা ১,২০০ গ্রাম সাইজের ইলিশ এবার পাওয়া যাবে। পুজোর আগে কলকাতার ইলিশ পাঠাতে পেরে তাঁরা খুশি। তবে এই বছর বাংলাদেশে কম মাছ উৎপাদন হয়েছে।

  • 6/7

কলকাতায় এই মাছ আমদানি করছেন সৈয়দ আনোয়ার মাকসুদ। তিনি বলেন, ২০১২ সাল থেকে বাংলাদেশ সরকার ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। তবে গত তিন বছর পুজোর আগে উপহার হিসাবে কিছু ইলিশ বাংলাদেশ সরকার পাঠিয়েছে। গত বছরে ২ হাজার মেট্রিক টন ইলিশ কলকাতায় আসে‌। তবে এবারে মাছ আসতে এক সপ্তাহ দেরি হয়েছে। 

  • 7/7

তিনি আরও বলেন, যেহেতু স্থানীয় ইলিশের উৎপাদন এবছরে কম তাই বাংলাদেশি ইলিশ কিছুটা হলেও সেই ঘাটতি মেটাবে। ৬০০ গ্রাম থেকে বারোশো তেরোশো গ্রাম পর্যন্ত সাইজের ইলিশ আসবে। সেক্ষেত্রে এবার সেই মাছ পাতে পড়ার অপেক্ষায় ইলিশপ্রেমীরা। 

Advertisement
Advertisement