Advertisement

Koushani Mukherjee: পুজোয় খাবেন সর্ষে ইলিশ, বাংলাদেশ থেকে মাছ নিয়ে ফিরছেন কৌশানী

বলা হয় চাঁদপুরে পদ্ম-মেঘনার মোহনাতেই নাকি পাওয়া যায় বিশ্বের সেরা ইলিশ। শুটিং সেরে ছয়-সাত দিন পর কলকাতায় ফিরবেন কৌশানী। পুজোয় বাড়ি ফিরে এবার পরিবারের সকলকে চাঁদপুরের পদ্মা-মেঘনার ইলিশ উপহার দিতে চান নায়িকা।

'ইলিশের বাড়ি' চাঁদপুরে রয়েছেন কৌশানী
Aajtak Bangla
  • ঢাকা,
  • 30 Sep 2021,
  • अपडेटेड 10:32 PM IST
  • 'ইলিশের বাড়ি' চাঁদপুরে রয়েছেন কৌশানী
  • সেখানে বাংলাদেশি ছবিতে অভিনয় করছেন তিনি
  • তার মাঝেই ইলিশের প্রতি ভালবাসার কথা জানালেন


 বাংলাদেশের উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের জালে এখন প্রচুর ইলিশ ধরা পড়ছে। সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনরা সৌজনে সেই ইলিশ সীমান্ত পেরিয়ে হাজির এপার বাংলাতেও। পূর্ব মেদিনীপুরের মেচেদা হোক বা গড়িয়াহাট বাজার, সবখানেই হাজির পদ্মার ইলিশ। ভোজনরসিক বাঙালির অখন বড় আহ্লাদ। পশ্চিমবঙ্গ যখন বাংলাদেশী ইলিশের গন্ধে ম ম করছে তখন টলিউডের নায়িকা কৌশানী মুখোপাধ্যায় হাজির হয়েছেন বাংলাদেশে। আর কোথাও নয়, নায়িকা ঘাটি গেড়েছেন ইলিশের বাড়ি হিসেবে পরিচিত  চাঁদপুরে।  তা হঠাৎ চাঁদপুরে কী করতে গেলেন টলিউড অভিনেত্রী? এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগতে শুরু করেছে। 

গত সোমবার দুপুকেই ঢাকার  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন কৌশানী। তবে বেশিক্ষণ নায়িকা ঢাকায় ছিলেন না। সেখান থেকে সোজা চলে যান চাঁদপুরে। না ইলিশ মাছ খেতে নয়, কৌশানী ঢাকায় গিয়েছেন তাঁর নতুন সিনেমার শুটিং-এর জন্য। আসলে বাংলাদেশের শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘প্রিয়া রে’ সিনেমায় অভিনয় করছেন কৌশানী। ছবিটি পরিচালনা করছেন পূজন মজুমদার। কৌশানীর বিপরীতে এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে বাংলাদেশের উঠতি নায়ক শান্ত খানকে। 

 

 

মঙ্গলবার থেকেই শুরু হয়েছে  ‘প্রিয়া রে’ সিনেমার শুটিং। পুরো টিম এখন রয়েছে চাঁদপুকে। নায়ক শান্ত খান কৌশানীর আগেই পৌঁছে গিয়েছিলেন সেখানে। জানা যাচ্ছে কৌশানী ছাড়াও রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়ও  ‘প্রিয়া রে’ সিনেমায় অভিনয় করছেন।  এর আগে বাংলাদেশের শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় কলকাতার দুটি  সিনেমার শুটিং শেষ করেছেন কৌশানী মুখোপাধ্যায়। শামীম আহমেদ রনির পরিচালনায় সেই দুই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন প্রেমিক বনি সেনগুপ্ত। ‘লাভ ভেলকী লাগ’ ও ‘ছুটি' সিনেমা দুটি বর্তমানে মুক্তির প্রতীক্ষায় আছে। তবে এই প্রথম বাংলাদেশে শুটিংয়ে গেলেন অভিনেত্রী। 

Advertisement

ইলিশ নিয়ে ফিরবেন কৌশানী
বলা হয় চাঁদপুরে পদ্ম-মেঘনার মোহনাতেই নাকি পাওয়া যায় বিশ্বের সেরা ইলিশ। শুটিং সেরে  ছয়-সাত দিন পর কলকাতায় ফিরবেন কৌশানী। পুজোয় বাড়ি ফিরে এবার পরিবারের সকলকে চাঁদপুরের পদ্মা-মেঘনার ইলিশ উপহার দিতে চান নায়িকা। এরপর তিনি মায়ের হাতে সর্ষে দিয়ে ইলিশ রান্না করে খাওয়ার প্ল্যান করছেন। কৌশানী বাংলাদেশের এই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'ইলিশ মাছ প্রতিটি বাঙালির কাছেই জনপ্রিয়। বিশেষ করে ইলিশ, শর্ষে ইলিশ, ইলিশের ঝোল, ভাত, ডাল এসব বলতে গেলেই জ্বিভে জল এসে যায়। তবে ইলিশের কাঁটা নিয়ে খুব ভয় পাই। তবুও ইলিশ আর ইলিশের ডিম খেতে আমার দারুন লাগে। আমি শুটিং শেষে যেদিন কলকাতায় বাড়িতে ফিরবো, চাঁদপুরের পদ্মা-মেঘনার প্রচুর ইলিশ বাড়ির সবাইকে গিফট করবো। আর মায়ের হাতে সর্ষে ইলিশ খাবো।'

 

 

টলিউড তারকা  কৌশানীর চাঁদপুরে  শুটিং করার বিষয়টি বেশ উপভোগ করছেন স্থানীয়রা। শুটিং দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। নায়িকা জানিয়েছেন, 'এই প্রথম বাংলাদেশের কোনো সিনেমায় আমার কাজ করা হচ্ছে। এখানে আমাকে একদম ঘরোয়া মেয়ের চরিত্রে দেখা যাবে। আমি বাবা-মায়ের একমাত্র মেয়ে। সেই আদরের জায়গা থেকেই প্রেমের অধ্যায়টা জীবনে শুরু হয়। আশা করছি, এই সিনেমাটির মাধ্যমে বাংলাদেশের সকলের মন জয় করতে পারবো।' সিনেমায় কৌশানীর নাম হয়েছে 'প্রিয়া’।


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement