তাঁর গ্রেফতারিতে উত্তাল হয়েছে বাংলাদেশ। ক্ষোভে ফেটে পড়েছে ভারতও। আর সেই হিন্দু সন্ন্যাসী তথা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস কি জামিন পাবেন? সেই উত্তরের অপেক্ষায় ছিলেন সকলে। কিন্তু মঙ্গলবারও জামিন পেলেন না তিনি। চিন্ময় কৃষ্ণদাসের জামিন মামলার শুনানিই হল না আজ। কারণ চট্টগ্রাম আদালতে আজ কোনও আইনজীবীই আসেননি। সেই পরিস্থিতিতে আগামী ২ জানুয়ারি হিন্দু সন্ন্যাসী তথা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের জামিনের মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।
চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এনামুল হক ঢাকা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন , আজ চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি রাষ্ট্রপক্ষও শুনানির জন্য সময়ের আবেদন করে। আদালত জামিন শুনানির জন্য ২০২৫ সালের ২ জানুয়ারি ধার্য করেছে। যেহেতু শুনানি হয়নি এ কারণে আসামিপক্ষের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ নেই। আবার দায়রা জজ আদালতে অপেক্ষমাণ থাকার কারণে ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন শুনানি করার সুযোগ নেই। ফলে ৩০ দিনের জন্য পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি।
সংশ্লিষ্ট মহলের দাবি, প্রাণভয়ে চিন্ময় প্রভুর হয়ে কোনও আইনজীবী সওয়াল করতে আসেননি। আদালতে এলে তাঁদের উপরে হামলা চালানো হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছিলেন চিন্ময় প্রভুর এক আইনজীবী। এমনকী ইসকন কলকাতার সহ-সভাপতি এবং মুখপাত্র রাধারমণ দাস দাবি করেছেন যে চিন্ময় প্রভুর আইনজীবীর উপরে মৌলবাদীরা হামলা চালিয়েছে। তার জেরে আইসিইউতে ভর্তি আছেন তিনি। আর সেই পরিস্থিতিতে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কোনও আইনজীবী আজ চট্টগ্রাম আদালতে আসেননি।
চিন্ময় দাসের আইনী দলের সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের অংশ মুসলিম আইনজীবীরা ক্রমাগত তাদের হিন্দু সমকক্ষদের ভয় দেখাচ্ছেন এবং হুমকি দিচ্ছেন যারা আগে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে মামলা লড়তে হাজির হয়েছিলেন।