বাংলাদেশে সংখ্যালঘুদের উপর জারি বর্বর নির্যাতন। এবার সেনা নামিয়ে হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ উঠল। বাংলাদেশের চট্টগ্রামের হাজারি গলি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল রাত থেকে এলাকায় উত্তেজনা। পুলিশি অত্যাচারের প্রতিহত করতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন হিন্দু। জখম পুলিশ কর্মীরাও।
ঘটনার সূত্রপাত একটি ফেসবুক পোস্ট ঘিরে। চট্টগ্রামের কোতোয়ালি থানার হাজারিগলি মিয়া শপিং সেন্টারে মোল্লা স্টোরের মালিক উসমান আলি ‘ইসকন’ নিয়ে ফেসবুকে সাম্প্রদায়িক মন্তব্য করেন। ‘ইসকন’-এর মতো ধর্মীয় সংগঠন নিয়ে এই ধরনের মন্তব্য আসলে হিন্দুবিদ্বেষেরই নামান্তর বলে মনে করছেন অনেকে। অশান্তি ছড়াতেই এই ধরনের বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছিল। চট্টগ্রামের হিন্দুরা জানাচ্ছেন, উসমান আলি চরম সাম্প্রদায়িক। এর আগে ২০২১ সালে উস্কানিমূলক পোস্ট করেছিলেন।
চট্টগ্রামের হাজারিগলি হিন্দুপ্রধান বাণিজ্যিক এলাকা। সেই এলাকায় ব্যবসা করা উসমান আলি 'ইসকন' নিয়ে সাম্প্রদায়িক মন্তব্য করেন। ফেসবুকে 'ইসকন'-কে 'জঙ্গি সংগঠন' বলে আক্রমণ করেন উসমান। তারপরই ক্ষোভে ফেটে পড়েন হিন্দুরা। সংখ্যালঘুদের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে প্রতিবাদ করেন। পাল্টা উসমানের সমর্থনে রাস্তায় নামে মৌলবাদীরাও।
হিন্দুরা জানান,উত্তেজনা প্রশমিত করে সেনাবাহিনী ও পুলিশ। অভিযুক্তও লিখিতভাবে ক্ষমা চেয়েছে। তবে পুলিশ সূত্র বলছে,পুলিশ যখন অভিযুক্তকে নিয়ে যাচ্ছিল, তখন হিন্দুরা অভিযুক্তকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি।
হিন্দুদের দাবি,রাতে হঠাৎ পুলিশ ও সেনাবাহিনী এসে স্থানীয় হিন্দুদের নির্বিচারে মারধর করে। তার আগে ভেঙে দেয় সিসিটিভি ক্যামেরাও। হিন্দুদের অভিযোগ, পুলিশ ও সেনাবাহিনীর মারে আহত একাধিক বাংলাদেশি হিন্দু। অনেককে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই সুযোগে হিন্দুদের দোকানে লুটপাট করেছে মৌলবাদীরা। বাজারে অনেকের সোনার দোকান রয়েছে। সেগুলিও লুঠ করা হয়েছে।