Advertisement

Bangladesh Election: বাংলাদেশে সাধারণ নির্বাচন কবে? ইউনূসের গলায় এবার উল্টো সুর

Muhammad Yunus on Bangladesh: মুহম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ঘোষণা করেছিলেন, শীঘ্রই হবে সাধারণ নির্বাচন। কিন্তু এখন ইউনূস যা বলছেন, তাতে দেখা যাচ্ছে, তাঁর গলায় উল্টো সুর।

মুহম্মদ ইউনূস -- ফাইল ছবি
Aajtak Bangla
  • ঢাকা,
  • 16 Dec 2024,
  • अपडेटेड 12:58 PM IST
  • বাংলাদেশে সাধারণ নির্বাচন কবে?
  • ইউনূসকে ফ্যাসিস্ট বলে নিশানা করেছেন হাসিনা
  • বিভিন্ন উপদেষ্টার বিভিন্ন মত

ভারতের প্রতিবেশী বাংলাদেশের সময়টা কঠিন যাচ্ছে। শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। প্রাণ হাতে নিয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে আওয়ামি লীগের নেত্রীকে। এখন প্রশ্ন উঠছে, মুহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কতদিন দেশ চালাবে? কবে বাংলাদেশে নির্বাচন হবে? মুহম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ঘোষণা করেছিলেন, শীঘ্রই হবে সাধারণ নির্বাচন। কিন্তু এখন ইউনূস যা বলছেন, তাতে দেখা যাচ্ছে, তাঁর গলায় উল্টো সুর।

বাংলাদেশে সাধারণ নির্বাচন কবে?

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহম্মদন ইউনূসের দাবি, সাধারণ নির্বাচন হবে ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ সালের শুরুতে। জাতির উদ্দেশ্যে ভাষণে ইউনূস জানালেন, বাংলাদেশের সংস্কারের জন্য তিনি একটি কমিটি গঠন করেছেন। তাঁর কথায়, 'নির্বাচনের তারিখ নির্ধারণের আগে আমি চাই নতুন বাংলাদেশের সংস্কারে জোর দিতে। রাজনৈতিক দলগুলি যদি বাংলাদেশের ন্যূনতম সংস্কারের পর নির্বাচনে লড়তে সহমত হন, তাহলে আগামী বছর নভেম্বরের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন হতে পারে।'

ইউনূসকে ফ্যাসিস্ট বলে নিশানা করেছেন হাসিনা

গত অগাস্টে বাংলাদেশে ছাত্র আন্দোলনের জেরে হাসিনা সরকারের পতন হয়। বর্তমানে বাংলাদেশ ছেড়ে ভারতের আশ্রয়ে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রীর ঢাকা সফরে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণের পাশাপাশি শেখ হাসিনার ভারতের আশ্রয়ের প্রসঙ্গটিও ওঠে। ভারতের বিদেশ সচিবকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানায়, ভারতে আশ্রয়ে থেকে হাসিনার অন্তর্বর্তী সরকার বিরোধী ভাষণে তাদের আপত্তি রয়েছে। যদিও আজ অর্থাত্‍ সোমবার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিজয় দিবসেও মুহম্মদ ইউনূসকে ফ্যাসিস্ট বলে নিশানা করেছেন হাসিনা।

বিভিন্ন উপদেষ্টার বিভিন্ন মত

গত অগস্টে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরে ইউনূস জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা হবে। বাংলাদেশে নির্বাচন করানো নিয়ে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টার বিভিন্ন মত সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ইউনূস প্রশাসনের অন্যতম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন সম্প্রতি জানিয়েছেন, ২০২৬ সালের মাঝামাঝি জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন হতে পারে। 

Advertisement


Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement