পশ্চিমবঙ্গ নিয়ে বাংলাদেশের (Bangladesh) মৌলবাদী ইসলামিক জঙ্গিনেতার বিস্ফোরক মন্তব্য ভাইরাল। কুখ্যাত জঙ্গিনেতা জসিমুদ্দিন রহমান হাফি (Jashimuddin Rahmani Hafi) বাংলাদেশে দীর্ঘদিন জেলবন্দি ছিল। হাসিনা সরকারের পতনের পরে মুক্তি পেয়েছে। মুক্তি পেয়েই পশ্চিমবঙ্গে আরজি কর কাণ্ড (RG Kar Case) ঘিরে যখন আন্দোলন চলছে , তখনই বাংলাদেশের জঙ্গিনেতার ভিডিও ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। জসিমুদ্দিন জঙ্গিগোষ্ঠী আল কায়েদা-র শাখা আনসারুল্লাহ বাংলা টিম (ABT)-এর প্রধান।
'পশ্চিমবঙ্গ অবিলম্বে নিজেদের স্বাধীনতা ঘোষণা করুক'
পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গি সংগঠন ABT-র প্রধানের বার্তা, 'পশ্চিমবঙ্গ অবিলম্বে নিজেদের স্বাধীনতা ঘোষণা করুক। মোদীর শাসন থেকে বেরিয়ে স্বাধীন বাংলা ঘোষণা করুন মমতা বন্দ্যোপাধ্যায়।' বাংলাদেশের জঙ্গিনেতা এখানেই থামেনি, তার হুঁশিয়ারি, দিল্লিতে উড়বে ইসলামের পতাকা।
দীর্ঘ ৫ বছর ধরে জেলে ছিল ওই জঙ্গিনেতা
ঢাকার একটি ফ্যাক্ট চেকার সাইট খবরের সত্যতা নিশ্চিত করেছে ইন্ডিয়া টুডে ডিজিটাল-কে। জানা গিয়েছে, জসিমুদ্দিন একটি ভিডিও শ্যুট করেছে। সম্ভবত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। হাসিনা সরকারের পতনের পর এক মাস কাটতেই। দীর্ঘ ৫ বছর ধরে জেলে ছিল ওই জঙ্গিনেতা। বাংলাদেশের এক ব্লগারকে খুন করার অপরাধে। অগাস্টে সে প্যারোলে মুক্তি পেয়েছে।
'আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব'
ভিডিও-তে সে বলছে, 'আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, বাংলাকে মোদীর শাসন থেকে মুক্তি করুন ও স্বাধীনতা ঘোষণা করুন। বাংলাদেশ সিকিম বা ভুটানের মতো নয়। ১৮ কোটি মুসলিমের দেশ।' এরপরেই সে রীতিমতো হুমকি দিয়ে দাবি করে, 'তোমরা যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করো, আমরা চিনকে বলব, চিকেনস নেক (শিলিগুড়ি করিডোর) বন্ধ করে দিতে। আমরা উত্তর-পূর্ব ভারতের ৭টি রাজ্যকেই বলব, স্বাধীনতার যুদ্ধে যোগ দাও।'
বাংলাদেশের জঙ্গিনেতা জসিমুদ্দিন রহমানি-র সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম শেখ হাসিনার সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল।
খবরটি ইংরেজিতে পড়তে ক্লিক করুন