মুম্বইতে শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। আঘাত লেগেছে কপালে, কেটে গিয়েছে ভ্রুর কিছুটা অংশ। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। শাকিব খানের আঘাত লাগার বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক মেহেদী হাসানও।
বাংলাদেশের সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী, মুম্বইয়ের ইলোরা স্টুডিওতে শ্যুটিং করছিলেন শাকিব। সেই সময় ফ্লোরের একটি দরজায় আঘাত লাগে অভিনেতার। ছবির পরিচালক মেহেদী হাসান জানান, একটি দৃশ্যে বাংলাদেশি সুপারস্টারকে দরজা খুলে বেরিয়ে আসতে হোতো। সেই দৃশ্য করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। শাকিব খানের কপালে প্রচণ্ড চোট লাগে। তার জেরেই ভুরুর কিছুটা অংশ কেটে যায়। রক্ত বের হতে থাকে।
সঙ্গে সঙ্গে শ্যুটিং বন্ধ করে দেওয়া হয়। শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান, আপাতত ভয়ের কোনও কারণ নেই। তবে ব্যথার ওষুধ দেওয়া হয়েছে অভিনেতাকে। তবে আঘাত লাগার পর হাসপাতাল থেকে ফিরে শাকিব আবার শ্যুটিং করেছেন বলে জানান পরিচালক। ওইদিন রাত ১২টা পর্যন্ত শ্যুটিং হয় বলে জানা গিয়েছে। শাকিবের এই পেশাদারিত্বে মুগ্ধ পরিচালক।
প্রসঙ্গত, বরবাদ সিনেমাতেও শাকিবের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে ইধিকা পালকে। এর আগে এই জুটি একসঙ্গে কাজ করেছিলেন প্রিয়তমা ছবিতে। ছবিটি বাংলাদেশের বক্স অফিসে সাফল্য পেয়েছিল। বরবাদ ছবির সেটে কিছুদিন আগেই মহেশ ভাট এসেছিলেন। বাংলাদেশী সিনেমা নিয়ে পরিচালক ও শাকিবের সঙ্গে অনকেক্ষণ কথা হয়। অ্যাকশন ঘরানার এই সিনেমাটি আগামী বছরের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির বেশির ভাগ অংশের শ্যুটিং হবে এই দেশেই।