Advertisement

Chanchal Chowdhury: স্ত্রী শান্তার পথেই হাঁটছেন সুপ্রিয়া, 'কন্যা'র সাফল্যে গর্বিত চঞ্চল

বাংলাদেশের বিখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরীর একটি ছেলে রয়েছে। নাম শুদ্ধ। কিন্তু দুই বাংলাতেই জনপ্রিয় এই শিল্পীর একটি 'মেয়ে'ও আছে তা কী কেউ জানত! নাম সুপ্রিয়া অধিকারী। যিনি এখন ডাক্তারি নিয়ে পড়ছেন। কিছুদিন আগেই চঞ্চল তাঁর সঙ্গে দেখা করতে তাঁর মেডিক্যাল কলেজে গিয়েছিলেন।

চঞ্চল চৌধুরী ও তাঁর ছেলে শুদ্ধের সঙ্গে সুপ্রিয়া।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Dec 2023,
  • अपडेटेड 6:10 PM IST
  • বাংলাদেশের বিখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরীর একটি ছেলে রয়েছে।
  • নাম শুদ্ধ।
  • কিন্তু দুই বাংলাতেই জনপ্রিয় এই শিল্পীর একটি 'মেয়ে'ও আছে তা কী কেউ জানত!

বাংলাদেশের বিখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরীর একটি ছেলে রয়েছে। নাম শুদ্ধ। কিন্তু দুই বাংলাতেই জনপ্রিয় এই শিল্পীর একটি 'মেয়ে'ও আছে তা কী কেউ জানত! নাম সুপ্রিয়া অধিকারী। যিনি এখন ডাক্তারি নিয়ে পড়ছেন। কিছুদিন আগেই চঞ্চল তাঁর সঙ্গে দেখা করতে তাঁর মেডিক্যাল কলেজে গিয়েছিলেন।

তবে সুপ্রিয়া চঞ্চলের ঔরসজাত পিতা নন। সুপ্রিয়া 'প্রথম আলো' সংবাদপত্রের একটি প্রতিবেদনে জানিয়েছেন, চঞ্চল চৌধুরী তাঁর মোরাল প্যারেন্ট বা নৈতিক অভিভাবক। আরও সহজ করে বললে, নৈতিক বাবা। তিনি তাঁর মোরাল চাইল্ড বা নৈতিক সন্তান। চঞ্চল সুপ্রিয়ার মেডিকেল পড়াশোনায় শুরু থেকে সহায়তা করে যাচ্ছেন। 

চঞ্চল চৌধুরীর স্ত্রী ডা. শান্তা চৌধুরী। মেডিকেল কলেজের শিক্ষক। সেই কলেজেই পড়েন সুপ্রিয়া। ৫ ডিসেম্বর ছেলে শুদ্ধকে নিয়ে সুপ্রিয়া সঙ্গে দেখা করতে এসেছিলেন চঞ্চল। শুদ্ধকে তিনি সুপ্রিয়াকে দিদি ডাকতে বলেছেন। সুপ্রিয়া প্রতিবেদনটিতে জানিয়েছেন, ২০১৯ সালে মেডিক্যালে ভর্তির সুযোগ পান তিনি। কিন্তু পড়ার টাকা ছিল না। এমন সময় মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে তাঁর নৈতিক অভিভাবকত্ব গ্রহণ করেন চঞ্চল। 

এখন এমবিবিএস শেষ বর্ষে পড়ছেন সুপ্রিয়া। চঞ্চল চৌধুরী ও তাঁর স্ত্রীর অভিভাবকত্বে চিকিৎসক হওয়ার পথে একটু একটু করে এগিয়ে চলেছেন তিনি। শুধু আর্থিকভাবে নয়, মানসিকভাবেও তাঁর পাশে থেকেছেন চঞ্চল ও তাঁর স্ত্রী। চঞ্চল চৌধুরীর প্রতি কৃতজ্ঞ সুপ্রিয়া অধিকারী। তিনি গর্বিত চঞ্চলকে নিজের অভিভাবক হিসেবে পেয়ে। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement