Advertisement

Bangladesh Durga Puja: বাংলাদেশে বাড়ল দুর্গাপুজোর সংখ্যা, দেশজুড়ে প্রস্তুতি তুঙ্গে

সাম্প্রতিক কয়েক বছরে বাংলাদেশে দুর্গাপুজো ঘিরে একাধিকবার অশান্তির খবর সামনে এসেছে। তবে তাতে উৎসব আয়োজনে কোনও খামতি নেই। গত বছরগুলির ধারা বজায় রেখেই এবারও প্রতিবেশী দেশটিতে বাড়ছে দুর্গাপুজোর সংখ্যা।

Aajtak Bangla
  • ঢাকা,
  • 09 Oct 2023,
  • अपडेटेड 10:37 AM IST

সাম্প্রতিক কয়েক বছরে বাংলাদেশে দুর্গাপুজো ঘিরে একাধিকবার অশান্তির খবর সামনে এসেছে। তবে তাতে উৎসব আয়োজনে কোনও খামতি নেই। গত বছরগুলির ধারা বজায় রেখেই এবারও প্রতিবেশী দেশটিতে বাড়ছে দুর্গাপুজোর সংখ্যা।  পরিসংখ্যা বলছে, চলতি বছর বাংলাদেশে ৩২ হাজার দুশোর মতো মণ্ডপে দুর্গাপুজো হচ্ছে। গত বছরের তুলনায় সংখ্যাটা ৩০টি বেশি। এ বছর রাজধানী ঢাকায় পুজোমণ্ডপের সংখ্যা ২৪৫টি। গত বছরের তুলনায় চারটি বেশি মণ্ডপে পুজো বলছে। 

উল্লেখযোগ্য বিষয়, প্রতি বছর ঢাকায় পুজোমণ্ডপের সংখ্যা বাড়ছে। ঢাকা মহানগরীতে গতবছর ২৪১টি পুজো মণ্ডপে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। যা ২০২১ সালে  ছিল ২৩৫। জানা যাচ্ছে ২০২২ সালে ২০২১ সালের তুলনায় বাংলাদেশে হাজারের বেশি পুজো বেড়েছিল। ইতিহাস ঘাটলে জানা যায়, বাংলাদেশের রাজশাহীতে প্রথম দুর্গাপুজোর প্রচলন হয়েছিল। তবে প্রথম কবে দুর্গাপুজো শুরু হয়, তা নিয়ে নানা মত রয়েছে। এরই মধ্যে ঢাকার লালবাগ থানার ঢাকেশ্বরী মন্দিরের পুজোও বেশ প্রাচীন।

প্রসঙ্গত, দুর্গাপুজোর উদযাপনে এখন জোর কদমে প্রস্তুতি চলছে বাংলাদেশে। রাজধানী ঢাকা-সহ পদ্মা পারের বিভিন্ন প্রান্তে একাধিক ঐতিহ্যশালী শারদীয়া উৎসব পালিত হয় মহা ধুমধামে। কোনও কোনও মণ্ডপ-মন্দিরে দেবী দুর্গার এবারের আগমন ও গমনের প্রতীকী ঘটনাসহ পৌরাণিক বিভিন্ন কাহিনি নানা আদলে ফুটিয়ে তোলার কাজ চলছে। ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের পাশাপাশি রামকৃষ্ণ আশ্রমের পুজোও বেশ বিখ্যাত।  অন্যদিকে  শাঁখারিবাজারের দুর্গাপুজো পুরনো ঢাকার মূল আকর্ষণ। রমনা কালী মন্দিরেও দেবীর আরাধনা করা হয়। বাংলাদেশে সাধারণত থিম পুজো হয় না। তবে বাগেরহাট জেলার শিকদার বাড়িতে থিম পুজোর চল রয়েছে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement