বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রোষে এবার বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তাঁর গানের স্কুলের জন্য জমির লিজ বাতিল করা হয়েছে। রেজওয়ানা চৌধুরী বন্যা ‘সুরের ধারা’ নামে একটি গানের স্কুল চালান। ঢাকার মহম্মদপুরে সেই স্কুলের জন্য জমি বরাদ্দ করেছিল শেখ হাসিনা সরকার। সম্প্রতি জমি লিজের সেই চুক্তি বাতিল করার কথা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার ভূমি মন্ত্রক এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।
১৯৯২ সালে ‘সুরের ধারা’ প্রতিষ্ঠা করেন রেজওয়ানা। হাসিনা সরকার তাঁকে ঢাকার মহম্মদপুর থানার রামচন্দ্রপুর মৌজায় মোট ০.৫১২০ একর খাসজমি বরাদ্দ করেছিল। সেখানেই স্কুল গড়ে তোলেন শিল্পী। সেই জমির লিজ বাতিল করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি রেকর্ডে ওই জমি নাকি ‘খাল’ শ্রেণির অন্তর্ভুক্ত। এছাড়াও অভিযোগ, খালের জলের প্রবাহ বাধাগ্রস্ত করে অবৈধভাবে জমি বরাদ্দ করা হয়েছিল। তাই এই লিজ বাতিল করা হয়েছে।
রেজওয়ানা চৌধুরী বন্যা একজন তারকা রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার (২০১৬) এবং ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী (২০২৪) সহ অনেক পুরস্কার পেয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের তরফেও এই শিল্লীকে ‘বঙ্গভূষণ’- সম্মানে ভূষিত করা হয়েছে। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ও নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন হিসেবে কর্মরত।