ভারতের মাঠে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট মিশন। প্রথম প্র্যাকটিস ম্যাচে দারুণ এক জয় পেয়ে উজ্জীবিত বাংলাদেশ দল। এদিকে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দিতে ঢাকার ইনডোর স্টেডিয়ামে আয়োজন করা হয় সেদেশের সেলিব্রিটিদের নিয়ে একটি ক্রিকেট লিগ। এখন বিশ্বকাপের অভিযানের পাশাপাশি সেই টু্র্নামেন্ট উঠে এসেছে শিরোনামে। তবে সম্পূর্ণ অক্রিকেটিয় কারণে। খেলাকে কেন্দ্র করে আম্পায়ারের সিদ্ধান্ত মাঠে হয়েছে হাতাহাতি, মারামারি ও হুমকির মতো ঘটনাও। খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ৬ জন। এরই মধ্যে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁদের। এমন খবর মিলছে গতকাল শুক্রবার রাতে ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে পরিচালক মোস্তাফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের মধ্যে খেলাকে কেন্দ্র করে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে।
জানা গিয়েছে, ঢাকার ইনডোর স্টেডিয়ামে গত শুক্রবার বাংলাদেশের পরিচালক মোস্তফা কামাল রাজের দলের বিরুদ্ধে খেলতে নামে দীপঙ্কর দীপনের দল। আর ম্যাচ চলার সময়ই দুই দলের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়েছিল উত্তেজনা। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ফের একবার খেলা শুরু হয়। কিন্তু, ম্যাচের পর ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেই সময় মোস্তফা কামাল রাজ এবং ওপার বাংলার অভিনেত্রী পরীমণির প্রাক্তন স্বামী শরিফুল রাজের বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলেছেন অভিনেত্রী রাজ রিপা। এদিকে কামাল রাজের দল মাঠ ছাড়ার পর এই ঘটনা নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি।
ম্যাচ শেষে রাত সাড়ে ১১টায় পর আবারও উত্তেজিত হয়ে পড়ে দুই দলের সতীর্থরা, যা একটা পর্যায়ে মারামারিতে রূপ নেয়। সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও চিত্রনায়ক শরিফুল রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ এনেছেন চিত্রনায়িকা রাজ রিপা। গণমাধ্যমের সামনে এসে কাঁদতে কাঁদতে এমন ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে বিচারের দাবি জানিয়েছেন তিনি। এদিকে দুই দলের মধ্যে সৃষ্ট মারামারিতে আহত ব্যক্তিদের রাতেই ঢাকার আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহত ব্যক্তিরা হলেন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।
দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড় নায়ক জয় চৌধুরী জানান, নির্মাতা রাজ অভিনেতা মনোজ প্রামাণিককে মেরে ফেলার হুমকিও দেন! নব্বই দশকের অভিনেতা মনির খান শিমুল খেলছেন দীপঙ্কর দীপনের দলে। এই অভিনেতাও ম্যাচ পাতানোর অভিযোগ তোলেন আয়োজকদের বিরুদ্ধে। একই সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
এদিকে শরিফুল রাজের নাম জড়ানোর পর আলাদা করে চর্চা শুরু হয়েছিল। এরই মধ্যে অভিনেত্রী পরীমণি আলাদা করে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, "অ্যাগ্রেসিভ জানোয়ারটার চেহারা দেখতে হবে বলেই যাইনি সিসিএল–এ, আল্লাহ বাঁচাইছে।" যদিও পরীমণি এক্ষেত্রে কারও নাম উল্লেখ করেননি। যদিও সকলেই প্রায় বুঝতে পেরেছেন তাঁর ইঙ্গিত কোন দিকে। এই পোস্টেই এর নেটিজেন লেখেন, " এরা কী ভাবে তারকা হয়!" জবাবে পরীমণি লেখেন, "আপনারা তারকা বানান আর আমর মতো গর্দভ এগুলোরে মাথায় উঠতে দিই। আমাদেরই তো দোষ।"