গত দুবছর করোনার জন্য সম্ভব হয়নি, তবে এবার বাংলাদেশ জুড়ে ফের দেখা গেল আগের চিত্র। সাড়ম্বরে উদযাপিত হল বাংলা নববর্ষ। পশ্চিমবঙ্গ নববর্ষ ১৫ এপ্রিল পালিত হতে চললেও বাংলাদেশ একদিন আগেই হয়ে গেল উদযাপন। বাংলাদেশে নববর্ষ শোভাযাত্রা, মেলা, পান্তাভাত খাওয়া, হালখাতা খোলা ইত্যাদি কর্মকাণ্ডের মধ্য দিয়ে উদ্যাপন করা হয়। প্রথা মেনে এবার নববর্ষের দিন বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। ২০১৬ সালে ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই উৎসব শোভাযাত্রাকে ‘মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করে।